পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Agnipath Recruitment Scheme: অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় মিছিল সংযুক্ত কিষাণ মোর্চার - শিক্ষক নিয়োগ দুর্নীতি

কেন্দ্রীয় সরকারের 'অগ্নিপথ' প্রকল্প (Agnipath Recruitment Scheme) প্রত্যাহারের দাবিতে পথে নামল 'সংযুক্ত কিষাণ মোর্চা'র (Samyukt Kisan Morcha) পশ্চিমবঙ্গ শাখা ৷ রবিবার কলকাতার রাজপথে 'জয় জওয়ান-জয় কিষাণ মিছিল'-এ হাঁটলেন অন্তত 30টি ছোট, বড় কৃষক সংগঠনের সদস্যরা ৷

Samyukt Kisan Morcha Protest Rally against Agnipath Recruitment Scheme
Agnipath Recruitment Scheme: অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় মিছিল সংযুক্ত কিষাণ মোর্চার

By

Published : Aug 7, 2022, 10:21 PM IST

কলকাতা, 7 অগস্ট: 'অগ্নিপথ' প্রকল্প (Agnipath Recruitment Scheme) প্রত্যাহার-সহ একাধিক দাবিতে 'জয় জওয়ান-জয় কিষাণ মিছিল' করল 'সংযুক্ত কিষাণ মোর্চা'র (Samyukt Kisan Morcha) পশ্চিমবঙ্গ শাখা ৷ রবিবার কলকাতার রামলীলা পার্ক থেকে ধর্মতলার লেনিন মূর্তি পর্যন্ত এই মিছিল হয় ৷ মিছিলে অংশগ্রহণকারী কৃষক নেতা কার্তিক পাল জানিয়েছেন, কেন্দ্রের জনবিরোধী বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতেই আন্দোলনে নেমেছেন তাঁরা ৷ আগামী 14 অগস্ট পর্যন্ত দেশজুড়ে এই কর্মসূচি পালন করা হবে ৷ এদিন কলকাতায় আয়োজিত মিছিলে 'সংযুক্ত কিষাণ মোর্চা'র ব্য়ানারের নীচে একজোট হয়ে পথে নামেন অন্তত 30টি ছোট, বড় কৃষক সংগঠনের সদস্যরা ৷

মিছিলের উদ্যোক্তারা জানিয়েছেন, রবিবার কলকাতার পাশাপাশি হরিয়ানা, উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় ৷ বিভিন্ন শহরে মিছিল ও বিক্ষোভ সম্মেলনের আয়োজন করেন সংশ্লিষ্ট কৃষক সংগঠনগুলির নেতা ও কর্মীরা ৷

আরও পড়ুন:Rahul Gandhi: দেশ ও যুব সমাজের নিরাপত্তা বিপদে ! অগ্নিপথ নিয়ে কেন্দ্রকে তোপ রাহুলের

আন্দোলনকারীদের বক্তব্য, কৃষকদের স্বার্থ ক্ষুণ্ণ করেই তিনটি নতুন কৃষি আইন প্রণয়ন করেছিল নরেন্দ্র মোদির সরকার ৷ কিন্তু, দিল্লির সীমানায় কৃষক আন্দোলনের জেরে শেষমেশ পিছু হঠতে বাধ্য হয় কেন্দ্র ৷ বিতর্কিত তিনটি আইন প্রত্যাহার করে নেয় তারা ৷ কিন্তু, তারপরও কৃষকদের সমস্ত দাবিদাওয়া পূরণ করা হয়নি ৷ বিক্ষোভকারীদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার কৃষকদের সঙ্গে প্রতারণা করছে ৷ একইভাবে প্রতারণা করছে দেশের যুব সম্প্রদায়ের সঙ্গে ৷ এই ইস্যুতে অগ্নিপথ প্রকল্প নিয়ে সরব হন আন্দোলনকারীরা ৷ তাঁদের অভিযোগ, সেনায় চাকরি দেওয়ার অছিলায় আদতে আরএসএস-এর জন্য প্রশিক্ষিত বাহিনী তৈরি করা হচ্ছে ৷ সেনায় চুক্তিভিত্তিক নিয়োগের বদলে পুরনো নিয়মেই কর্মসংস্থানের দাবি তোলা হয়েছে ৷

অগ্নিপথের বিরোধিতায় সরব কৃষক নেতা ৷

এদিনের মিছিল থেকে রাজ্য সরকারের বিরুদ্ধেও সরব হয়েছেন কৃষক নেতারা ৷ তাঁদের দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) অভিযুক্তদের যা শাস্তি হওয়ার হবে ৷ কিন্তু, তার আগে যোগ্য বেকার চাকরিপ্রার্থীদের নিয়োগের বন্দোবস্ত করতে হবে ৷ সেটাই সবথেকে জরুরি বিষয় ৷

ABOUT THE AUTHOR

...view details