সল্টলেক, 8 এপ্রিল : খুদে স্কুল পড়ুয়াদের বাস বিভ্রাটে নাকাল অভিভাবকরা ৷ শুক্রবার সল্টলেক শিক্ষা নিকেতনের 2টি স্কুলবাস পড়ুয়াদের নিয়ে উধাও হয়ে যায় ৷ নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও বাচ্চারা বাড়ি না-ফেরায় আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা ৷ প্রথমে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান স্কুলবাস 11টা 15 মিনিটে যথারীতি রওনা দিয়ে দিয়েছে ৷ সময় বাড়ার সঙ্গে সঙ্গে উদ্বিগ্ন অভিভাবকরা বাসদু'টির চালক এবং সহকারীর মোবাইলেও যোগাযোগ করার চেষ্টা করেন ৷ কিন্তু যোগাযোগ স্থাপন না-হওয়ায় অভিভাবকরা ভিড় জমাতে থাকেন স্কুল চত্বরে ৷ তিন ঘণ্টারও সামান্য বেশি সময় বাদে স্বস্তি দিয়ে হদিশ মেলে বাসদু'টির (Saltlake school buses abscond mystery solved after more than three hours) ৷
কিন্তু ঠিক কী হয়েছিল ? কী কারণে ঘটল এই ঘটনা ? সল্টলেক শিক্ষা নিকেতনের আধিকারিক রেখা বৈশ্য, দুই শিশু পড়ুয়া ভুলবশত নিউটাউনগামী একটি বাসে উঠে পড়ে ৷ অথচ তাদের বাড়ি নিউটাউনে নয় ৷ ওই দুই পড়ুয়াকে খুঁজতে গিয়েই যাবতীয় সমস্যার সূত্রপাত এবং বাস উধাওয়ের ঘটনা ৷ স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দুই পড়ুয়ার অভিভাবক স্কুলে তাদের সন্তানদের খুঁজে না-পেয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ৷ কর্তৃপক্ষের নির্দেশে স্কুলবাসগুলিকে মাঝপথে দাঁড় করিয়ে চলে তল্লাশি ৷