দিল্লি, 28 ডিসেম্বর : সারদা চিটফান্ড কাণ্ডে এবার জড়িয়ে গেল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল। একটি সাংবাদ সংস্থার তরফে দেওয়া খবর অনুযায়ী, বিষয়টি সুপ্রিম কোর্টকে ইতিমধ্যেই জানিয়েছে কেন্দ্রীয় তদন্তককারী সংস্থা বা সিবিআই। তারা শীর্ষ আদালতকে জানিয়েছে, সারদার যে কম্পানিগুলি ছিল, তার মধ্যে একটি টিভি চ্যানেলের কর্মীদের 23 মাসের বেতন দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে।
সংবাদ সংস্থার দাবি, সুপ্রিম কোর্টে করা এক আবেদনে সিবিআই জানিয়েছে যে 2013 সালের মে মাস থেকে 2015 সালের এপ্রিল মাস পর্যন্ত এই বেতন দেওয়া হয়েছে। আর এর জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতি মাসে 27 লাখ টাকা করে খরচ হয়েছে। সব মিলিয়ে 6.21 কোটি টাকা খরচ হয়েছে। শীর্ষ আদালতে সিবিআই জানিয়েছে, ওই টিভি চ্যানেলও তদন্তের আওতায় রয়েছে। কারণ, ওই সংস্থা সারদা কম্পানির অঙ্গ।
সংবাদ সংস্থার দাবি, এই নিয়ে 2018 সালের 16 অক্টোবর একটি চিঠি পশ্চিমবঙ্গের মুখ্যসচিবকে পাঠিয়েছিল সিবিআই। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের কার্যপদ্ধতি জানতে চেয়ে ওই চিঠি দেওয়া হয় বলে জানা গিয়েছে। তবে সরকারের কাছ থেকে কোনও সদর্থক উত্তর পাওয়া যায়নি বলে শীর্ষ আদালতকে জানিয়েছে ওই তদন্তকারী সংস্থা।