কলকাতা, 17 মে : অবশেষে অভিনেত্রী পল্লবী দে রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার হলেন তাঁর লিভ-ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী (Actress Pallavi Dey Death Case)৷ দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং গড়ফা থানার তদন্তকারী আধিকারিকরা ।
গতকাল সন্ধ্যেবেলা পল্লবীর পরিবারের তরফ থেকে গড়ফা থানার খুনের মামলা রুজু করা হয় সাগ্নিক চক্রবর্তীর বিরুদ্ধে । এর পরেই গতরাতে গাঙ্গুলি বাগান-এর পল্লবীর ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় গড়ফা থানার পুলিশ, সঙ্গে ছিল সাগ্নিক চক্রবর্তী নিজেও । সেই ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় গাঁজা এবং হুক্কার মত মাদকদ্রব্য। শুধু খুনের মামলা নয়, সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয় সাগ্নিকের বিরুদ্ধে ।