কলকাতা, 18 মে : অভিনেত্রী পল্লবী দে রহস্যমৃত্যুর ঘটনায় সাগ্নিক চক্রবর্তীকে আগামী 26 তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত ৷ গতকাল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং গড়ফা থানার তদন্তকারী আধিকারিকরা গ্রেফতার করে পল্লবী দের লিভ-ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে ৷ আজ সাগ্নিক চক্রবর্তীকে গড়ফা থানা থেকে আলিপুর পুলিশ আদালতে পেশ করা হয় । সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের দুজন পুলিশ আধিকারিকও (Sagnik Chakraborty gets police custody in Pallavi dey death case)।
মূলত সাগ্নিককে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করেছিল কলকাতা পুলিশ । পাশাপাশি তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে গোটা ঘটনায় আর কী কী তথ্য পাওয়া যায়, যা এখনও সামনে আসেনি তার চেষ্টা করবে পুলিশ বলে জানা গিয়েছে ৷ এছাড়াও পল্লবী এবং সাগ্নিকের মধ্যে টাকা পয়সাকে কেন্দ্র করে ঝামেলা হত, নাকি সম্পর্কে টানাপোড়েন ছিল তা জানতে চান তদন্তকারীরা (Mysterious death of Actress Pallavi Dey)।