পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পরেশ পালকে আইনি নোটিস সাধন পান্ডের মেয়ের - sheya pandey

সাধন পান্ডের বিরুদ্ধে বেশ কয়েকটি ইশু নিয়ে সরব হন পরেশ পাল ৷ অভিযোগ, সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডের নামে কুরুচিকর মন্তব্য করেন পরেশ পাল ৷ এর জন্যই আইনি নোটিস পাঠিয়েছেন শ্রেয়া ৷

ছবি
ছবি

By

Published : Dec 4, 2020, 6:42 PM IST

কলকাতা, ৪ ডিসেম্বর : পরেশ পালকে আইনি নোটিস পাঠালেন ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডে । সম্মানহানির অভিযোগ তুলে চিঠি পাঠিয়েছেন তিনি ৷

আইনজীবীর মাধ্যমে পরেশ পালকে ৭ সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা জানিয়েছেন সাধনকন্যা ৷ ক্ষমা না চাইলে মানহানির মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আরও পড়ুন :"মেয়েকে CBI থেকে বাঁচাতে BJP-কে সন্তুষ্ট করতে চাইছেন সাধন"

তৃণমূল বিধায়ক পরেশ পাল এবং মন্ত্রী সাধন পান্ডের মধ্যে দ্বন্দ্ব সর্বজনবিদিত । এবারে এই দ্বন্দ্ব অন্য মাত্রা নিল । গড়াল আইনি যুদ্ধে । সম্প্রতি, কাঁকুড়গাছির দলীয় মঞ্চ থেকে পরেশ পালের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে সরব হন সাধন পান্ডে । এই অভিযোগের জবাব দিতে গিয়ে পরেশ পাল সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডের নামে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ । সেই মন্তব্যের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন শ্রেয়া ৷ আইনজীবীর মাধ্যমে আইনি নোটিস পাঠিয়েছেন সাধন পান্ডের কাছে । ইতিমধ্যেই সেই নোটিস পরেশ পালের ঠিকানায় পৌঁছে গিয়েছে বলেও খবর ।

ABOUT THE AUTHOR

...view details