পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দিল্লির ঘটনায় সব রাজনৈতিক দল জড়িত : সাধন পাণ্ডে - সাধন পাণ্ডে

দিল্লির ঘটনার জন্য সব রাজনৈতিক দলকে দায়ি করলেন তৃণমূল মন্ত্রী সাধন পাণ্ডে ৷ তাঁর অভিযোগ, ভোট ব্যাঙ্কের স্বার্থে দিল্লি নিযে কোনও পদক্রেপ নিচ্ছে না কেউ ৷

TMC leader Sadhan pandey on Delhi incident
দিল্লি নিয়ে কী বলছেন মন্ত্রী সাধন পাণ্ডে ?

By

Published : Feb 27, 2020, 1:41 AM IST

Updated : Feb 27, 2020, 5:32 AM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি : দিল্লির হিংসাত্মক ঘটনার জন্য সব রাজনৈতিক দলকে দায়ি করলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে ৷ তাঁর অভিযোগ, ভোট ব্যাঙ্কের দিকে তাকিয়ে রাজনৈতিক স্বার্থে হিংসা ছড়ানো হচ্ছে ৷

রাজধানী দিল্লি জ্বলছে ৷ আর সেই আগুনে ঘি ঢালার কাজ করছে কোনও কোনও রাজনৈতিক দল৷ এমন অভিযোগ উঠছে৷ এপ্রসঙ্গে সাধন পাণ্ডে বলেন, ‘‘দিল্লিতে যে হিংসাত্মক ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক ৷ এতে সব রাজনৈতিক দল জড়িত ৷ যে যার ভোট ব্যাঙ্কের দিকে তাকাচ্ছে ৷ AAP-এর সমর্থকরাও হিংসার সঙ্গে জড়িত ৷ হিন্দুবাদী শক্তিরা হিন্দুদের দোকান পুড়িয়ে দিচ্ছে ৷ আর বলছে, মুসলিমরা এসব করছে ৷ এর জন্য ধর্মীয় বিবাদের সৃষ্টি হচ্ছে ৷ কংগ্রেসও সুযোগ ছাড়ছে না ৷ হিংসাত্মক ঘটনার প্রথম দিন থেকে ওরা কোনও প্রতিবাদ গড়ে তোলেনি ৷’’

দিল্লির ঘটনা নিয়ে কী বললেন মন্ত্রী সাধন পাণ্ডে?

তৃণমূল নেতার আরও অভিযোগ, অ্যামেরিকার প্রেসিডেন্ট এসেছেন বলে কেন্দ্র কোনও ব্যবস্থা নিল না ৷ বিদেশি অতিথির সামনে BJP-সরকার লজ্জায় পড়ে যেত৷ গোটা পৃথিবীর মানুষ দিল্লির ঘটনা দেখল ৷ যা কি না লজ্জার বলে মনে করছেন মন্ত্রী সাধন পাণ্ডে ৷

প্রসঙ্গত, দিল্লিতে হিংসার ঘটনায় 27 জনের মৃত্যু হয়েছে৷ জখম হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অনেকে৷ এদিকে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা৷ এই ঘটনার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ি করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ সোনিয়ার সাংবাদিক বৈঠকের পরই আসরে নামে BJP ৷ দলের তরফে প্রকাশ জাভড়েকর সোনিয়া গান্ধিকে আক্রমণ করে বলেন, "এই পরিস্থিতি নিয়ে সরকারকে আক্রমণ করে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে ৷"

Last Updated : Feb 27, 2020, 5:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details