পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কাউন্সিলরদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে মেয়র পদ থেকে ইস্তফা সব্যসাচীর

বিধাননগর পৌরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন সব্যসাচী দত্ত । আজ সাংবাদিক বৈঠক করে ইস্তফার কথা ঘোষণা করেন সব্যসাচী ।

By

Published : Jul 18, 2019, 4:29 PM IST

Updated : Jul 18, 2019, 6:17 PM IST

সব্যসাচী দত্ত ফাইল ছবি

কলকাতা, 18 জুলাই : জল্পনার অবসান । বিধাননগর পৌরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন সব্যসাচী দত্ত । দলের কিছু কাউন্সিলর অসহযোগিতা করছেন এই অভিযোগও তুললেন পদত্যাগ করার মুহূর্তে । এ দিকে আজই কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, সব্যসাচীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বাতিল হচ্ছে না । যদিও গতকালই হাইকোর্ট বিধাননগর পৌরনিগমের মেয়রের বিরুদ্ধে আনা আস্থাভোটের নোটিশ খারিজ করে দিয়েছিল ।

সব্যসাচী দত্ত এবং তৃণমূল কংগ্রেস- এই বিভেদটা যেন দিন দিনই প্রকট হচ্ছিল । সম্প্রতি বিধাননগরের মেয়রের কিছু পদক্ষেপ দলের অস্বস্তি বাড়াচ্ছিল । আবার সব্যসাচীর সঙ্গে মুকুল রায়ের সাক্ষাৎকার ঘিরে জল্পনা বাড়ছিল ক্রমাগত । বিতর্ক বাড়িয়ে বিধাননগরের কাউন্সিলরদের একটা অংশ সব্যসাচীর বিরুদ্ধে অনাস্থা আনেন । এরপরই পৌর কমিশনার বিধাননগরে আস্থাভোটের নোটিশ জারি করেন । যদিও সেই নোটিশকে অবৈধ বলে দাবি করে হাইকোর্টে মামলা করেন সব্যসাচী । গতকালই হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় আস্থাভোটের নোটিশকে অবৈধ বলে ঘোষণা করেন । এবং আজ অস্থাভোট হবে না বলেও জানিয়ে দেন ।

আজ সেই প্রসঙ্গ তুলে সব্যসাচী দাবি করেন, "গতকাল আমার নৈতিক জয় হয়েছে।" এর পরই সব্যসাচী বলেন, "দলের বহু কাউন্সিলরের অসহযোগিতার ফলে কাজ করতে পারছি না। অবৈধ ব্যবসা এবং পুকুর ভরাট করে নির্মাণ কাজের বিরোধিতা করেছিলাম । রাজ্য প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি । এ ভাবে কাজ করা যায় না ।" সব্যসাচী আরও অভিযোগ, "কাউন্সিলরদের একাংশ আমায় পৌরনিগমের কাজে সহযোগিতা করছিলেন না । নির্বাচিত পৌরপ্রতিনিধি হিসেবে যখন পৌরআইনকে রক্ষা করতে পারছি না, তখন মেয়র পদে থেকে কোনও লাভ নেই । দুর্নীতির সঙ্গে আপস করতে পারিনি বলেই এই ইস্তফা ।"

এই সংক্রান্ত আরও খবর :বিধাননগর চেয়ারপার্সনের কাছে হলফনামা তলব হাইকোর্টের

গতকাল হাইকোর্ট জানিয়ে দিয়েছেল, 48 ঘণ্টার মধ্যে আস্থাভোটের নোটিশ জারি করতে হবে পৌর কমিশনারকে । ইতিমধ্যেই কেটে গিয়েছে এক দিন । এ দিকে আজই মেয়র পদ থেকে পদত্যাগ করলেন সব্যসাচী । ফলে আস্থাভোটের আর কোনও প্রয়োজন থাকল না । এখন দেখার, বিধাননগরের মেয়রের দায়িত্ব কার হাতে থাকবে । কিছুদিন আগেই ফিরহাদ হাকিমের নেতৃত্বে বিধাননগরের কাউন্সিলররা বৈঠক করার পর ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়কে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছিল । প্রায় সপ্তাহখানেক ধরেই তাপস চট্টোপাধ্যায় মেয়রের দায়িত্ব পালন করেছেন । পাশাপাশি কৌতূহল এটাও, সব্যসাচী কি এবার গেরুয়া শিবিরে যোগ দেবেন ?

Last Updated : Jul 18, 2019, 6:17 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details