কলকাতা, 30 ডিসেম্বর :একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখালেও নির্বাচনের পর আবার 'ঘর ওপাসি' হয়েছে বিধাননগর পৌরনিগমের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের (Sabyasachi Dutta) ৷ আসন্ন বিধাননগর পৌর নির্বাচনে (Bidhannagar Corporation Election 2022) তাঁকেই আবার প্রার্থী (TMC Candidate List) করছে দল ৷ যদিও তাঁর ফের তৃণমূলে যোগদান নিয়ে বিধাননগরের বিধায়ক সুজিত বসুর আপত্তি ছিল ৷ তবে সেই আপত্তি ধোপে টেকেনি ৷ আর এবার সুজিতের অস্বস্তি বাড়িয়ে সেই সব্যসাচী দত্তকেই বিধাননগর পৌরভোটে প্রার্থী করছে তৃণমূল নেতৃত্ব ৷
আরও পড়ুন :Siliguri Corporation Poll 2022 : শিলিগুড়ি মডেলের ইতি, আলাদা আলাদা প্রার্থী ঘোষণা বাম-কংগ্রেসের
বৃহস্পতিবার সন্ধ্যায় কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠকে বসেছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক ফিরহাদ হাকিম ৷ সেখানেই সব্যসাচীকে প্রার্থী করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ৷ একইসঙ্গে প্রার্থী করা হচ্ছে বিদায়ী মেয়র কৃষ্ণা চক্রবর্তীকেও (Krishna Chakraborty) ৷ একইভাবে প্রার্থী হচ্ছেন তাপস চট্টোপাধ্যায়ের মেয়েও ৷ তবে নির্বাচনের আগে কাউকেই মেয়র পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হচ্ছে না ৷