কলকাতা, 13 এপ্রিল : অনুব্রত মণ্ডলকে তীব্র কটাক্ষ করে তাঁর লেখা 'অনুমাধব তোমার বাড়ি যাব' প্যারোডির রেশ এখনও কাটেনি ৷ তার জবাব দিয়ে পাল্টা কবিতা বেঁধেছেন দেবাংশু ভট্টাচার্যের মতো তৃণমূল নেতারা ৷ তবে সে সবে দমে না গিয়ে আবার কবিতার বাণ ছুড়লেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ (Rudranil pokes Mamata on Facebook)৷ এ বার তাঁর ব্যাঙ্গাত্মক কবিতার নিশানায় স্বয়ং মুখ্যমন্ত্রী ৷ একবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিলেও, কবিতার প্রতিটি ছত্রে ছত্রে ধরা পড়েছে মুখ্যমন্ত্রীর প্রতি তীব্র শ্লেষ ৷ হাঁসখালি থেকে বগটুই, সংবাদমাধ্যমের উপর মমতার ক্ষোভ - নানা ঘটনা তুলে ধরে মুখ্যমন্ত্রীকে বিদ্ধ করেছেন রুদ্রনীল (Rudranil Ghosh pokes Mamata Banerjee in new poem)৷
মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে কবিতাটি নিজেই ব্যঙ্গের সুরে পাঠ করে সেই ভিডিয়ো পোস্ট করেছেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh on Hanshkhali rape)৷ কবিতার প্রথম পংক্তি থেকেই স্পষ্ট যে এর নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রথম লাইনে রুদ্রনীল বলেছেন, "না, খবর দেখো না তুমি, সব জেনে যাবে ৷ সিরিয়াল দেখো তুমি শান্তি তো পাবে ৷" সোমবারই বিশ্ববাংলা প্রাঙ্গণের উদ্বোধনে সংবাদমাধ্যমকে একহাত নিয়েছিলেন মমতা ৷ বলেছিলেন, রাজ্যের নানা ভালো কাজ তুলে না ধরে, যে কোনও ঘটনা ঘটলেই মিডিয়া ট্রায়াল বসানো হচ্ছে বাংলায় ৷ মমতার সেই বক্তব্যেরই পাল্টা জবাব দিয়ে রুদ্রনীলের কটাক্ষ, "ভালো ভালো যতকিছু খবর দেখাও, বদলে বিজ্ঞাপন অনুদান পাও ৷" সে দিন ইউটিউবের ভুয়ো খবরের বিরুদ্ধেও সরব হয়েছিলেন মমতা ৷ সে প্রসঙ্গে বিজেপি নেতার লেখনি, "ইউটিউবার যত রাজ্য ছাড়ো, মিথ্যে নিউজ করে শান্তি কাড়ো !"
আরও পড়ুন: ‘অক্সিজেনে টান পড়েছে, কুঁকড়ে গেছে নেতা’, কবিতায় অনুব্রতকে কটাক্ষ রুদ্রনীলের