কলকাতা, 15 সেপ্টেম্বর:নবান্ন অভিযানের ঝাঁজ অব্যাহত থাকল বিধানসভায় (Ruckus in Assembly)৷ বিধানসভার অধিবেশনের দ্বিতীয় দিনে শাসক ও বিরোধী দু পক্ষের তুমুল বিক্ষোভে সরগরম প্রথম পর্ব ৷ শাসকদলের দুর্নীতি নিয়ে যখন সরব হয় বিজেপি, তখনই শুভেন্দু অধিকারীর 'ডোন্ট চাট মাই বডি' (Don't touch my body) মন্তব্য নিয়ে পাল্টা বিক্ষোভ দেখায় তৃণমূল ৷ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় উঠে দাঁড়িয়ে দু পক্ষকেই থামতে অনুরোধ করলেও তাঁর সেই প্রচেষ্টা সফল হয়নি ৷ প্রথম পর্বের অধিবেশন মুলতুবির পর বিধানসভার বাইরে বেরিয়েও তুমুল বিক্ষোভ দেখান শাসক ও বিরোধী দলের বিধায়করা (Ruckus in West Bengal Assembly)৷
আজ বিধানসভার প্রশ্নোত্তর পর্বে পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ তুলে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি ৷ তবে বিধানসভার অধ্যক্ষ বলেন, এই মামলা বর্তমানs বিচারাধীন ৷ আর কোনও বিচারাধীন বিষয় নিয়ে বিধানসভায় আলোচনা হয় না ৷ তাঁর এই মন্তব্যের পরই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা ৷ শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাঁরা স্লোগান তুলতে থাকেন, "পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর ৷"
অপরদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর 'ডোন্ট টাচ মাই বডি' পোস্টার তুলে ধরে পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল বিধায়করা ৷ সেই পোস্টারে লেখা ছিল, "মোদিজি: আচ্ছে দিন ইজ আ ফেয়ারিটেল, অমিত শাহ: অল অপোজিশন লিডারস উইল বি সেন্ট টু জেইল, বাংলার বিরোধী দলনেতা: ডোন্ট টাচ মাই বডি আই অ্যাম মেল ৷" দু পক্ষের হই-হট্টগোল চরম আকার নিলে অধিবেশনের দ্বিতীয় দিনের প্রথম পর্ব শেষ করে দেন অধ্যক্ষ ৷ এরপর বিধানসভা কক্ষের বাইরে বেরিয়েও বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল ও বিজেপি বিধায়করা ৷