কলকাতা, 9 মে : বেশ কিছুদিন হল কলকাতার বাইরে রয়েছেন ৷ শহরে ফেরার পর কোনও কাজ নিয়ে বাইপাসগামী বাসে উঠেছেন ৷ শুনলেন কন্ডাক্টরকে কেউ বলছে রবির মোড় যাব ৷ আপনার মনে হতেই পারে রুবির মোড়কে রবির মোড় বলে ভুল করছেন ভদ্রলোক ৷ আজ্ঞে না, এমনটা মনে করলে ভুলটা আপনি করছেন ৷ কারণ শহরের বিখ্যাত রুবির মোড়ে নাম বদলে হচ্ছে নামকরণ হচ্ছে রবি ঠাকুরের নামে (Ruby More is all set rename as Rabi More) ৷ বিশ্বকবির 161তম জন্মদিনে শহরে জনপ্রিয় রাস্তার নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়াকরণ শুরুর কথা ঘোষণা করলেন মহানাগরিক ফিরহাদ হাকিম ৷
সোমবার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস লাগোয়া 108 নম্বর ওয়ার্ডে প্রবেশের মুখেই বসল রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাবয়ব মূর্তি। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম উন্মোচন করলেন সেটা। অনুষ্ঠানেই শহরের মেয়রকে সঙ্গীতশিল্পী সৈকত মিত্র, সুরজিৎ আবেদন করেন রুবির মোড়ের নাম বদলে যাতে "রবির মোড়" রাখা। কারণ যেহেতু হাসপাতালের নামে নামকরণ এবং সন্নিকটে আরও অনেক হাসপাতাল রয়েছে, তাই রুবির মোড়কে কখনও ডিসানের মোড়ও বলে আবার কখনও অন্য হাসপাতালের নামে ডেকে বসেন কলকাতার বাইরে থেকে আসা মানুষজন ৷ সেই সমস্যার স্থায়ী সমাধান চেয়ে সঙ্গীতশিল্পীদের সুরেই এদিন সুর মেলান স্থানীয় অধিবাসীরা ৷ সকলের আবদার মেনেও নেন ফিরহাদ হাকিম।