কলকাতা, 21 ফেব্রুয়ারি : রাজ্যের বিজেপি সংগঠনের প্রতি কোনওরকম আস্থা নেই ৷ অগত্যা পশ্চিমবঙ্গে সংগঠন বৃদ্ধির কাজ হাতে তুলে নিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS) ৷ সংগঠন বৃদ্ধিতে এবার নাগপুরের উদ্যোগে নিজেরাই রাজ্য জুড়ে চালাবে বিশেষ সমীক্ষা (RSS took over the survey activity in WB to strengthen the organization)।
- কেমন হবে এই সমীক্ষা ?
আরএসএস সংগঠনের কী কী কাজ হচ্ছে বাংলায়, কতজন সক্রিয় স্বয়ংসেবক সদস্য সংগঠনের কাজ থেকে অব্যাহতি নিয়েছেন, বাংলায় সংগঠনের কাজে কোনও অসুবিধা হচ্ছে কি না ? কীভাবে রাজ্যজুড়ে আরএসএস-এর সংগঠনকে আরও মজবুত করা যায় । গ্রামবাংলার প্রত্যন্ত এলাকায় মানুষের পাশে কীভাবে দাঁড়ানো যায়। এই সমস্ত বিষয়ে রাজ্যের সবকটি বিধানসভা কেন্দ্রেই চলবে এই সমীক্ষা করা হবে । সে কারণে রাজ্যের 444 টি ব্লকের প্রত্যেকটিতে 2 জন করে কর্মী নিয়োগ করছে আরএসএস ।
সঙ্ঘ সূত্রে খবর, নাগপুর থেকেই বাংলায় আসবে বিশেষ টিম । তাঁরাই এই সমীক্ষা চালাবে । এরপর দিল্লি থেকেই আরও একটি টিম আসবে বাংলায়। ছ'মাস ধরে রাজ্যজুড়ে এই সমীক্ষা করা হবে। সমীক্ষার রিপোর্ট জমা হবে নাগপুরে । সমীক্ষার রিপোর্ট মোতাবেক বাংলায় সংগঠন বৃদ্ধির কাজ শুরু হবে । মূলত 2024 লোকসভা নির্বাচনের আগে বাংলায় আরএসএস সংগঠনকে আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ গৃহীত হয়েছে বলে খবর ।