পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

RSS-BJP : বঙ্গ-বিজেপির সাংগঠনিক দুর্বলতা নিয়ে ক্ষুব্ধ মোহন ভাগবত - বঙ্গ বিজেপির সাংগঠনিক দুর্বলতা নিয়ে ক্ষুব্ধ মোহন ভাগবত

বাংলায় বিজেপির সংগঠনের দুর্বল অবস্থা নিয়ে আরএসএসের প্রধান মোহন ভাগবত ক্ষোভ প্রকাশ করেছেন বলে আরএসএস সূত্রে জানা গিয়েছে (RSS Chief Mohan Bhagwat is not happy with Bengal BJP) ৷ তিনি বঙ্গ বিজেপির বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর কাজ নিয়েও ক্ষুব্ধ বলে খবর ৷

rss chief mohan bhagwat is not happy with bengal bjp
RSS-BJP : বঙ্গ-বিজেপির সাংগঠনিক দুর্বলতা নিয়ে ক্ষুব্ধ মোহন ভাগবত

By

Published : May 20, 2022, 9:13 PM IST

কলকাতা, 20 মে : বাংলায় বিজেপির সংগঠন নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত (RSS Chief Mohan Bhagwat is not happy with Bengal BJP) ।

গত 17 মে পশ্চিমবঙ্গ সফরে আসেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS Chief Mohan Bhagwat) ৷ তিনি সংগঠনের একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন ৷ আগামিকাল তাঁর সফরের শেষদিন ৷ এবারের সফরে তিনি সঙ্ঘের বঙ্গ শাখার কাছ থেকে বিজেপির (BJP) অভ্যন্তরীণ অবস্থার খোঁজ নেন ৷ সেখানেই বিজেপির দুর্বল সাংগঠনিক অবস্থার বিষয়টি সামনে আসে ৷ আর তা নিয়েই তিনি বাংলায় আরএসএসের প্রধান রমাপদ পালের কাছে ক্ষোভ প্রকাশ করেন বলে সূত্রে খবর ৷

তবে এই নিয়ে কেউ মুখ খুলতে চাইছেন না ৷ আরএসএসের (RSS) একজন বর্ষীয়ান নেতার মতে, "বাংলায় বিজেপির কাজ নিয়ে খুশি নন মোহন ভাগবত । তাই রাজ্য জুড়ে আরএসএসের সংগঠনের উপরই গুরুত্ব দিতে চাইছেন তিনি । সঙ্ঘের সমস্ত বিভাগকে পুরোদমে বাংলায় ব্যবহার করতে চাইছেন ৷’’

এছাড়া রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর কাজ নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন বলে আরএসএস সূত্রে খবর পাওয়া গিয়েছে ৷ ওই সূত্রের দাবি, বিজেপির সংগঠনের ভারসাম্য বজায় রাখতে খুব শীঘ্রই আরও দু’জন আরও সংগঠন মন্ত্রী বা সাধারণ সম্পাদক (সংগঠন) নিয়োগ করা হতে পারে ৷ কাদের নিয়োগ করা হতে পারে, তার সম্ভাব্য তালিকাও তৈরি ৷ আরএসএসের পশ্চিমবঙ্গ শাখার তরফে আটজনের নামের একটি তালিকা পাঠানো হয়েছে ৷ তার থেকেই দু’জনকে বেছে নেওয়া হবে ৷

এর আগেও বঙ্গ বিজেপিতে তিন জন সংগঠনমন্ত্রী ছিলেন । সেই সুব্রত চট্টোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তী ও কিশোর কর একসঙ্গে কাজ করতেন । কিন্তু বিধানসভা নির্বাচনের কয়েকমাস আগে সুব্রত চট্টোপাধ্যায়কে সংগঠন মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয় অমিতাভকে ৷ এবার সেই পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনা হতে চলেছে ওই সূত্রের দাবি ৷

ওই সূত্র মারফত আরও জানা গিয়েছে, অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে বঙ্গ বিজেপিতে প্রচুর অভিযোগ ৷ এই নিয়ে অভিযোগ জমা পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে ৷ সেই অভিযোগ খতিয়ে দেখার পর এই সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে ৷ এমনকী, ভবিষ্যতে অমিতাভ চক্রবর্তীর পদও যেতে পারে বলে খবর ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details