পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mohan Bhagwat in West Bengal : বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যেই রাজ্যে আসছেন মোহন ভাগবত - রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

দু'দিনের সফরে রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত (RSS Chief Mohan Bhagwat is coming to West Bengal) ৷

Mohan Bhagwat in West Bengal
রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

By

Published : Jan 29, 2022, 7:03 PM IST

Updated : Jan 29, 2022, 8:57 PM IST

কলকাতা, 29 জানুয়ারি : 31 জানুয়ারি রাজ্য আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ প্রধান মোহন ভাগবত ৷ দু'দিনের সফরে রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান ৷ কেশব ভবনে রুদ্ধদ্বার বৈঠক করবেন তিনি (RSS Chief Mohan Bhagwat is coming to West Bengal)।

রাজ্যজুড়ে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে তাঁর রাজ্য সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷ আরএসএস সূত্রের খবর, আহমেদাবাদে মার্চ মাসে আরএসএসের বিশেষ বৈঠকের প্রস্তুতি হিসাবে কলকাতায় এই বৈঠকে আসছেন মোহন ভগবত-সহ আরএসএসের শীর্ষস্থানীয় 8 পদাধিকারী ।

এই 8 শীর্ষ নেতার মধ্যে অন্যতম হলেন সরকার্যবহ দত্তাত্রেয় হোসাবলে । আসছেন অরুণ কুমার-সহ 6 জন যুগ্ম সরকার্যবহ । যুগ্ম সরকার্যবহ অরুণ কুমারই সর্বভারতীয় স্তরে সঙ্ঘের ও বিজেপির মধ্যে সমন্বয় সাধনের কাজটি করে থাকেন ।

আরও পড়ুন : সবকিছুই রামের আর সবার মধ্যেই রাম আছেন : মোহন ভাগবত

আরএসএসের প্রন্থ প্রচার প্রমুখ বিপ্লব রায় বলেন, ‘‘দু'দিনের সফরে 31 জানুয়ারি রাতেই তিনি রাজ্যে আসছেন । মূলত, দু'দিনই সাংগঠনিক বৈঠক করবেন । কেশব ভবনে এই বৈঠক হবে । তবে এবার আরএসএসের বিশেষ কিছু নেতৃত্বর সঙ্গেই এই বৈঠক হবে ৷’’

Last Updated : Jan 29, 2022, 8:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details