পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শুভ্রা কুণ্ডুর ঘনিষ্ঠ প্রাক্তন ইডি আধিকারিক মনোজ কুমারকে তলব আদালতের

রোজভ্যালি কাণ্ডে (Rose Valley Case) গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুর (Subhra Kundu) ঘনিষ্ঠ প্রাক্তন ইডি আধিকারিক মনোজ কুমারকে (Manoj Kumar) তলব করল সিবিআই আদালত ৷

rose-valley-case-former-ed-officer-manoj-kumar-summons-by-cbi-court
শুভ্রা কুন্ডুর ঘনিষ্ঠ প্রাক্তন ইডি আধিকারিক মনোজ কুমারকে তলব আদালতের

By

Published : Jun 21, 2021, 8:09 PM IST

কলকাতা, 21 জুন : র‍্যোজভ্যালি মামলায় (Rose Valley Case) এ বার গৌতমপত্নী শুভ্রা কুণ্ডুর (Subhra Kundu) ঘনিষ্ঠ প্রাক্তন এনফোর্সমেন্ট আধিকারিক মনোজ কুমারকে (Manoj Kumar) তলব করল সিবিআইয়ের বিশেষ আদালত । সোমবার কলকাতার বিচারভবনে তাঁর সাক্ষী দেওয়ার কথা ৷ জানা গিয়েছে, সম্প্রতি সিবিআইয়ের তরফে আদালতে অভিযোগ করে বলা হয়, র‍্যোজভ্যালি কাণ্ডে তথ্য গোপনের কথা জানতেন মনোজ কুমার । সেই কারণেই তাঁকে তলব করা হয়েছে ।

র‍্যোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগে ইডি আধিকারিক থাকাকালীন মনোজ কুমারকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ । জামিনে মুক্তির পরে মনোজকে ইডি থেকে সরিয়ে দেওয়া হয় ।

শুভ্রা কুণ্ডুর ঘনিষ্ঠ প্রাক্তন ইডি আধিকারিক মনোজ কুমারকে তলব আদালতের

আরও পড়ুন:রোজভ্যালির 304 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

এই মামলার তৎকালীন তদন্তকারী অফিসার মনোজের বিরুদ্ধে অভিযোগ ওঠে, শুভ্রা কুণ্ডুর সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তিনি র‍্যোজভ্যালি কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটে শুভ্রাকে সাহায্য করেছিলেন । র‍্যোজভ্যালি কাণ্ডে যে একাধিক তথ্য ধামাচাপা পড়ে রয়েছে বলে অভিযোগ, মনোজ কুমারকে জিজ্ঞাসাবাদ করে তা জানা যেতে পারে বলে আশা করছেন সিবিআইয়ের গোয়েন্দারা ।

আরও পড়ুন:অভিনয় করি বলে এত সস্তা-ঘরভাঙানি নই, এটা আমার রক্তে নেই, নিরবতা ভাঙলেন শ্রীময়ী

রোজভ্যালির টাকা বিদেশে পাচারের অভিযোগে সিবিআই শুভ্রাকেও গ্রেফতার করেছে ৷ তাঁকে রাখা হয়েছে ভুবনেশ্বরের সংশোধনাগারে ৷ কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হওয়ায় তিনি জামিনের আবেদন করেন ৷ তাঁর জামিনের বিরোধিতা করে পেশ করা হলফনামার শুভ্রা ও মনোজের ঘনিষ্ঠতার অভিযোগ তুলে ধরে সিবিআই ৷ গৌতম কুণ্ডু জেলে থাকাকালীন শুভ্রা রোজভ্যালির 15 কোটি টাকা আত্মসাৎ করে কলকাতা ও মুম্বইতে দুটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন বলেও অভিযোগ উঠেছে ৷

ABOUT THE AUTHOR

...view details