কলকাতা, 1 সেপ্টেম্বর: সামনেই রাজ্য বিধানসভার (West Bengal State Assembly) অধিবেশন ৷ এদিকে, গত অধিবেশন থেকে বর্তমান সময় পর্যন্ত রাজ্য রাজনীতিতে অনেক কিছু বদলে গিয়েছে ৷ ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) অভিযুক্ত হয়ে জেলে যেতে হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) ৷ তিনি যে শুধুমাত্র কারাগারের অন্তরালে গিয়েছেন তাই নয়, একইসঙ্গে মন্ত্রী হিসাবে তাঁকে তাঁর দফতর থেকেও অপসারিত করা হয়েছে ৷ সরিয়ে দেওয়া হয়েছে দলের (তৃণমূল কংগ্রেসের) সমস্ত পদ থেকে ৷ কাজেই, এই মুহূর্তে তিনি আর রাজ্য মন্ত্রিসভার '2 নম্বর ব্যক্তি নন' ৷ তাঁর পরিবর্তে পরিষদীয় মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তৃণমূলের অন্যতম প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্য়ায় ৷ উল্লেখ্য, এতদিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) ডানদিকের আসনে (মাঝে একটি আসন ছেড়ে) বসতেন পার্থ ৷ কিন্তু, পরিস্থিতির চাপে সেই আসন হারিয়েছেন তিনি ৷
উল্লেখ্য, 2011 সালে রাজ্যে পালা বদলের পর থেকেই বিধানসভায় মমতার পাশে বসতেন পার্থ ৷ কিন্তু, সেই আসন তাঁর হাতছাড়া হয়েছে ৷ তাই একটি প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠছে ৷ সকলেরই কৌতুহল, পার্থর ছেড়ে যাওয়া আসনে বসবেন কে ? কার জায়গা হবে মুখ্যমন্ত্রীর ডান পাশে ? বিধানসভা সূত্রের খবর, প্রাক্তন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের যে ঘরটি সেখানে রয়েছে, সেটি কাউকে দেওয়া হচ্ছে না ৷ একইভাবে, পার্থর জন্য এত বছর ধরে বরাদ্দ থাকা আসনটিও আপাতত অন্য কেউ পাচ্ছেন না ৷ তাই পার্থর অনুপস্থিতিতে আসনটি ফাঁকা থাকছে (এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, সেই অনুসারে) ৷