কলকাতা, 9 সেপ্টেম্বর: রোমা ঝাওয়ার অপহরণের মামলায় (Roma Jhawar Abduction Case) গুঞ্জন ঘোষকে (Gunjan Ghosh) অপরাধী সাব্যস্ত করল আলিপুর আদালত (Alipore Court)। রোমা ঝাওয়ার অপহরণের টাকার বখরা নিয়ে ঝামেলায় সঙ্গী অরবিন্দ প্রসাদকে খুনের দায়ে গুঞ্জন ঘোষকে দোষী সাব্যস্ত করেছে আদালত । অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ মহম্মদ কামালউদ্দিন গুঞ্জন ছাড়াও দীনেশ যাদব, মুকেশ সিং ও মুন্না সিংহকে ভারতীয় দণ্ডবিধির 302 ও 201 ধারায় এবং বেআইনি অস্ত্র আইনে অপরাধী সাব্যস্ত করেছেন । আগামী সোমবার আদালত এদের সাজা ঘোষণা করবে ।
আরও পড়ুন:BJP: 4 মাস পর দেহ পেল পরিবার, অভিজিৎ সরকারকে শেষশ্রদ্ধা বিজেপির
2004 সালে মুক্তিপণ আদায়ের ছক করে সল্টলেক থেকে রোমা ঝাওয়ারকে অপহরণ করা হয় । রোমা ঝাওয়ার ব্যবসায়ী পরিবারের মেয়ে । কুড়ি লক্ষ টাকা মুক্তিপণ দেওয়া হলে তাঁকে ছেড়ে দেওয়া হয় । সেই টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে পরবর্তী সময়ে খুন হয়ে যায় অরবিন্দ প্রসাদ নামে এক যুবক । তাঁকে গুলি করে খুন করে বাইপাস সংলগ্ন সায়েন্স সিটির কাছে ফেলে দেওয়া হয় । সেই ঘটনায় গুঞ্জন-সহ আরও তিনজনকে অভিযুক্ত করা হয়েছিল ।