কলকাতা, 9 জুন : রোদ্দুর রায়কে 6 দিনের পুলিশি হোফাজত দিল আদালত ৷ আজ ইউটিউবার রোদ্দুর রায়কে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে এই রায় দেন বিচারক (Roddur Roy produced to Bankshall Court)। চিফ মেট্রোপলিটন ম্য়াজিস্টেট ময়ুখ মুখোপাধ্যায়ের এজলাসে আজ মামলাটি তোলা হয় ৷ সরকারি আইনজীবী মামলা সম্পর্কিত রোদ্দুর রায়ের করা সোশাল মিডিয়ায় বক্তব্যের ভিডিও একটি পেনড্রাইভের মাধ্যমে পেশ করেন আদালতে ৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোশাল মিডিয়ার অশ্লীল ভাষায় আক্রমণ করেছিলেন তিনি । গোয়া থেকে গ্রেফতার করে বুধবার রাতে কলকাতায় আনা হয় ইউটিউবারকে ।
বৃহস্পতিবার কলকাতা পুলিশের কড়া নিরাপত্তায় ব্যাঙ্কশাল কোর্টে আনা হয় রোদ্দুর রায়কে । পাশাপাশি লালবাজার সাইবার সেলের কর্তারা এবং হেয়ার স্ট্রিট থানায় পুলিশ আধিকারিকরা এক সঙ্গে তদন্ত চালায় । জানা গিয়েছে, রোদ্দুর রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ থানায় জমা পড়েছিল ।
আরও পড়ুন :Roddur Roy : মমতা-অভিষেককে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার রোদ্দুর রায়
প্রসঙ্গত, গত শনিবার রোদ্দুরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত । রোদ্দুরের নামে চিৎপুর থানায় অভিযোগ দায়ের করেন ঋজু দত্ত ৷ সেই অভিযোগে তিনি জানিয়েছিলেন, শুধু মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, মদন মিত্র-পার্থ চট্টোপাধ্যায়-ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেন রোদ্দুর ৷ একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, এই ভাষা রোদ্দুর রায়ের মুখে প্রায়ই শোনা যায় ৷
ইউটিউবার রোদ্দুর রায়কে আজ ব্যাঙ্কশাল কোর্টে তোলা হল