কলকাতা, 11 জুলাই: তাঁর বিরুদ্ধে রুজু হওয়া এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন ইউটিউবার রোদ্দুর রায় (Roddur Roy appeals to Calcutta High Court)। আবেদনে নিম্ন আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকেও এই মামলায় পার্টি করা হয়েছে । হাইকোর্টে আবেদনে রোদ্দুর রায় জানিয়েছেন, পুলিশ তাঁকে অকারণে হেনস্থা করেছে । ভবিষ্যতের জন্য আদালতে রক্ষাকবচের আর্জিও জানিয়েছেন তিনি ।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বকে অশালীন ভাষায় আক্রমণের অভিযোগ রয়েছে রোদ্দুর রায়ের বিরুদ্ধে ৷ তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগও দায়ের হয় থানায় ৷ গত ৮ জুন তাঁকে গোয়া থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ ৷