কলকাতা, 25 সেপ্টেম্বর : কলকাতায় একটি নামী বাদ্যযন্ত্র বিপণিতে ডাকাতি ৷ 74 A দেশপ্রাণ শাসমল রোডের ঘটনা ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷
প্রিন্স আনোয়ার শাহ রোড এবং দেশপ্রাণ শাসমল রোডের সংযোগস্থলে ওই বাদ্যযন্ত্র বিপণিতে গতরাতে ডাকাতির ঘটনা ঘটে ৷ অভিযোগ, দোকানের সামনের কোলাপসিবল গেট ভেঙে, ভিতরের কাচের দরজার তালা কেটে দরজা ভেঙে ভিতরে ঢোকে ডাকাতরা ৷ লুট হয়েছে প্রায় 3 লাখ টাকার বাদ্যযন্ত্র ও নগদ 50 হাজার টাকা ৷ সেইসঙ্গে দোকানের সব CCTV অকেজো করে দিয়েছে দুষ্কৃতীরা ৷