পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

RG কর হাসপাতাল থেকে পালাল বিচারাধীন বন্দী - Kolkata Police

হাসাপাতালের শৌচাগার থেকে পালাল বিচারাধীন বন্দী ৷

হাসাপাতলের শৌচাগার থেকে পালাল ডাকাতি মামলায় অভিযুক্ত৷

By

Published : Aug 20, 2019, 8:39 AM IST

Updated : Aug 20, 2019, 10:09 AM IST

কলকাতা, 20 অগস্ট : হাসপাতালের শৌচাগার থেকে পালাল দমদম সংশোধনাগারে থাকা বিচারাধীন বন্দী ৷ নাম গোলাম হুসেন মণ্ডল ওরফে রাজু মণ্ডল ৷ জেল হেপাজতে অসুস্থ হয়ে পড়ায় তাকে ভরতি করা হয়েছিল কলকাতার RG কর হাসপাতালে ৷ পরে যদিও ধরা পড়ে যায় সে ৷

অশোকনগরের বাসিন্দা রাজুর বিরুদ্ধে ধর্ষণের মামলা ছিল ৷ এছাড়াও অপরাধমূলক ষড়যন্ত্র-সহ ভারতীয় দণ্ডবিধির আরও বেশ কয়েকটি ধারায় মামলার শুনানি চলছিল তার ৷

অশোকনগরের বাসিন্দা রাজুর বিরুদ্ধে ধর্ষণের মামলা ছিল

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালের পুরুষ বিভাগে ভর্তি ছিল সে ৷ দেখভালের দায়িত্বে ছিল দু'জন কর্মী ৷ গতরাত 11টা 30 মিনিট নাগাদ শৌচাগারে যায় রাজু ৷ এরপর বারবার ডেকেও সাড়া পাওয়া যায়নি ৷ রটে যায় যে 6 তলার উপরে পাইপের কাছে লুকিয়ে রয়েছে সে । খবর যায় টালা থানায় ৷ সেখানে এসে তন্নতন্ন করে তল্লাশি করে দেখে পুলিশ । হাসপাতাল চত্বর ঘিরে ফেলে খোঁজ চালানো হয় ৷ কিন্তু সেখানেও তার খোঁজ পাওয়া যায়নি । ঘটনাস্থানে আসে দমকল ৷ তারপরও তার খোঁজ পাওয়া যায়নি ৷ শৌচাগারের ভাঙা জানালা দিয়ে পালিয়েছিল সে, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এমনটাই৷

রাত তিনটে নাগাদ বেলগাছিয়া সেতুর কাছে পাকড়াও করা হয় রাজুকে । আজ তাকে শিয়ালদা আদালতে তোলা হবে।

Last Updated : Aug 20, 2019, 10:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details