কলকাতা, 19 অগাস্ট: পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে ডাকাতি ৷ লুট 70 হাজার টাকাসহ 13 ভরি গয়না ৷ নরেন্দ্রপুর থানার অন্তর্গত পূর্ব খুড়িগাছির নেতাজিনগর আমবাগান এলাকার ঘটনা ৷ ধৃত দুই দুষ্কৃতী ৷
পুলিশের পরিচয় দিয়ে ছয় দুষ্কৃতী নেতাজিনগর আমবাগান এলাকার বাসিন্দা মায়া দত্তের বাড়িতে ঢোকে ৷ গতকাল রাত দু'টো নাগাদ দুষ্কৃতীরা বাড়ির দরজায় ধাক্কা দেয় ৷ তারপর তারা জানলায় ধাক্কা দেয় ৷ সেই সময় বাড়িতে ছিলেন মায়ার দত্ত ও তাঁর ছোটো ছেলে অরূপ ৷ তিনি দরজা খুলতেই পুলিশ পরিচয় দিয়ে ছয় দুষ্কৃতী ঘরে ঢোকে ৷ তিনজন সাধারণ পোশাকে ও বাকিরা পুলিশের উর্দি পরেছিল । তারা ঘরে ঢুকে লুটপাট শুরু করে ৷ মায়া দত্ত ও তাঁর ছেলেকে একটা ঘরে আটকে রেখে 70 হাজার টাকা ও 13 ভরি সোনার গয়না লুট করে দুষ্কৃতীরা ৷ ঘটনার সময় অরূপ তাঁর বন্ধু সুরজিৎ মণ্ডলকে ফোন করতে গেলে তা কেড়ে নেয় দুষ্কৃতীরা ৷ ডাকাতির পর দুষ্কৃতীরা যখন পালিয়ে যাচ্ছিল তখন সুরজিৎকে ফোন করে অরূপ । বন্ধুর ফোন পেয়ে স্থানীয়দের নিয়ে আমবাগানে যান সুরজিৎ ৷ গাড়িতে করে যখন দুষ্কৃতীরা পালাচ্ছিল তখন তাদের ধাওয়া করে স্থানীয়রা । দুষ্কৃতীদের মধ্যে একজনকে তারা ধরে গণপিটুনি দেয় । খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ ৷