দমদম, 27 জুন : লরির ধাক্কায় মৃত্যু হল এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের (ASI) । দুর্ঘটনায় গুরুতর আহত হন এক সিভিক ভলান্টিয়ার । দমদমের চিড়িয়ামোড়ের ঘটনা ।
চিড়িয়ামোড়ে লরির ধাক্কায় মৃত ASI - পুলিশ আধিকারিক
আজ সকালে দমদমের চিড়িয়ামোড়ের কাছে দুর্ঘটনায় মৃত্যু হয় এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের (ASI) । নাম বিশ্বেশ্বর রায় । আহত হয়েছেন এক সিভিক ভলান্টিয়ার ।
মৃত ASI-র নাম বিশ্বেশ্বর রায় । এবং আহত সিভিক ভলান্টিয়ারের নাম শুভ্রজিৎ চন্দ । দু'জনেই আজ ভোরে মোটরবাইকে চেপে টহলদারি করছিলেন । চিড়িয়ামোড়ের কাছে রাস্তা খারাপ হওয়ায় মোটরবাইকটি স্লো করে রাস্তার একপাশে দাঁড়িয়ে পড়েন তাঁরা । সেই সময় পিছন থেকে একটি লরি দ্রুত গতিতে এসে ধাক্কা মারে মোটরবাইকে । দু'জনেই ছিটকে পড়েন রাস্তার পাশে । গুরুতর আহত অবস্থায় দু'জনকে RG কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই চিকিৎসকরা ASI-কে মৃত বলে ঘোষণা করেন ।
ঘাতক লরিটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ । তবে চালক ও খালাসি পলাতক । তাদের খোঁজে তল্লাশি চলছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।