কলকাতা, 7 ডিসেম্বর : বাঘা যতীনের সম্রাট মৌলিক ৷ যাঁকে 'যাযাবর' বললে মোটেই অত্যুক্তি করা হয় না ৷ ভূপেন হাজারিকার 'আমি এক যাযাবর' গানের সঙ্গে ছত্রে ছত্রে মিলে যায় তাঁর জীবনদর্শন ৷ একজন ভলগার তীর ধরে গঙ্গা পর্যন্ত মানুষের সভ্যতার অগ্রগতির কথা বলেছিলেন ৷ ঠিক উল্টোপথে অর্থাৎ গঙ্গা থেকে ভলগার নদীতট ধরে বাঘা যতীনের সম্রাট চাক্ষুষ করেছেন নদীর ভাঙাগড়ার সঙ্গে মানুষের জীবনের ভাঙাগড়া কেমনভাবে সম্পর্কিত ৷
2016 কর্পোরেট সংস্থার মোটা মাইনের চাকরি ছেড়ে মানবজাতিকে জলের মর্ম বোঝাতে উদ্যোগী হয়েছেন সম্রাট (Samrat Moulik takes initiative for water literacy) ৷ তাঁর যাযাবর হওয়ার পিছনে এটাই অদ্ভূত অথচ মহৎ নেশা ৷ সাইকেলে চেপেই সম্প্রতি এদেশ থেকে থেকে বাঘা যতীনের ছেলে পাড়ি দিয়েছিলেন রাশিয়ায় (Samrat went Russia from Kolkata by cycle) ৷ যদিও ইসিনবায়েভার দেশে গিয়ে বিশ্বের বৃহত্তম নদী ভলগার দূষণ দেখে আশাহত সম্রাট ৷ 14 কোটির দেশে যেভাবে পবিত্র ভলগা দূষিত হচ্ছে তার সঙ্গে গঙ্গাদূষণের প্রচুর সাদৃশ্য পেয়েছেন নিজেকে 'রিভার সাইক্লিস্ট' বলে দাবি করা সম্রাট ৷