কলকাতা, 17 নভেম্বর : বাংলা সফরে এসে দু'শোর বেশি আসনের লক্ষ্যমাত্রা দিয়ে গেছেন অমিত শাহ । আর সেইমতো দলের ঘুঁটি সাজাতে তৈরি হচ্ছে গেরুয়া শিবির । পাখির চোখ একুশের বিধানসভা ভোট । আর তার আগে বাম শিবিরে ভাঙন ধরাল বঙ্গ BJP । কলকাতা পৌরনিগমের 102 নম্বর ওয়ার্ডের বিদায়ি কাউন্সিলর রিঙ্কু নস্কর যোগ দিলেন BJP -তে ।
রাজনৈতিক মহলে বামেদের লড়াকু নেত্রী হিসাবে পরিচিত রিঙ্কু নস্কর । 2014-র লোকসভা ভোটে CPI(M)-এর প্রার্থীও ছিলেন । যদিও সেইবার জয়ী হতে পারেননি তিনি । তবে কেন হঠাৎ বাম শিবির ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন 102 নম্বর ওয়ার্ডের বিদায়ি কাউন্সিলর ? সেই বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি তিনি । BJP-তে যোগদানের পর রিঙ্কু নস্কর বলেন, " আগামীদিনে BJP বাংলায় ক্ষমতায় আসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বেই বাংলায় উন্নয়ন সম্ভব। তাই BJP-তে যোগ দিলাম ।"