কলকাতা, 26 ডিসেম্বর : বছরের ও দশকের শেষ সূর্যগ্রহণ ৷ বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা গেল দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকা থেকে ৷ এছাড়াও ভারতের বিভিন্ন প্রান্ত যেমন মহারাষ্ট্র, দিল্লি ও পশ্চিমবঙ্গ থেকেও দেখা যায় এই সূর্যগ্রহণ ৷ রাজ্যে সর্বোচ্চ 45 শতাংশ সূর্যকে ঢাকা পড়তে দেখা গেছে ৷ দার্জিলিং, শিলিগুড়ি ও কোচবিহার থেকে 35 শতাংশ সূর্যকে ঢাকা পড়তে দেখা গেছে ৷ যদিও পশ্চিমী ঝঞ্ঝার কারণে আকাশে মেঘ থাকায় সূর্যগ্রহণ দেখতে বিঘ্নও ঘটে কিছু জায়গায় ৷
ভারতীয় সময় সকাল 8টা নাগাদ শুরু হয় এই গ্রহণ ৷ গ্রহণ চলে প্রায় 3 ঘণ্টা ধরে ৷ সূর্যকে অবশ্য পুরোপুরিভাবে ঢাকতে পারেনি চাঁদ ৷ ফলে সূর্যের অনাবৃত্ত অংশটি একটি বলয় আকারে দেখা যায় ৷ তৈরি হয় একটি অগ্নিবলয় ৷ তাই এই সূর্যগ্রহণকে আগুনের আংটি বা রিং অফ ফায়ারও বলা হচ্ছে ৷