পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

অবসরের বয়সসীমা বাড়ল রেজিস্ট্রার-সহ কলেজ-বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মীর

অবসরের বয়সসীমা বাড়ল রেজিস্ট্রার-সহ কলেজ-বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মীর। এ ব্যাপারে বিজ্ঞপ্তিও জারি করেছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই বিষয়টি কার্যকরী হয়ে যাবে বলেও জানানো হয়েছে ।

By

Published : Feb 25, 2021, 7:46 AM IST

retirement age_enhanced_for_college_university_officers
অবসরের বয়সসীমা বাড়ল রেজিস্ট্রার-সহ কলেজ-বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মীর

কলকাতা, 25 ফেব্রুয়ারি: রেজিস্ট্রার, কন্ট্রোলার অফ এগজামিনেশন, ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার-সহ কলেজ-বিশ্ববিদ্যালয়ের একগুচ্ছ আধিকারিকের অবসরের বয়সসীমা বাড়াল রাজ্য সরকার । রাজ্যের যে কোনও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে টানা অধ্যাপনা করেছেন বা 10 বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে এমন আধিকারিকদের অবসরের বয়সসীমা বাড়িয়ে 65 করা হয়েছে । বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর ।

বুধবার উচ্চশিক্ষা দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির শিক্ষকদের অবসরের বয়সসীমা বাড়িয়ে 65 বছর করার পর থেকেই রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রার, কন্ট্রোলার অফ এগজামিনেশন, ইন্সপেক্টর অফ কলেজ, ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার, ডেপুটি রেজিস্ট্রার, ডেপুটি কন্ট্রোলার অফ এগজামিনেশন, ডেপুটি ইন্সপেক্টর অফ কলেজ ও কাউন্সিল অফ UG স্টাডিজ, PG স্টাডিজ এবং কলেজ কাউন্সিলের সেক্রেটারিদের অবসরের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি রাজ্য সরকারের বিবেচনাধীন ছিল । বিবেচনা করার পর রাজ্যপাল উল্লিখিত সকল আধিকারিকের অবসরের বয়সসীমা 65 বছর পর্যন্ত বাড়িয়েছেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই অবসরের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি লাগু হয়ে যাবে বলেও জানানো হয়েছে । তবে, রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ-বিশ্ববিদ্যালয়ে টানা শিক্ষকতা করার ব্যাকগ্রাউন্ড থাকা বা 10 বছর কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিরাই এই বয়সসীমা বৃদ্ধির আওতায় আসবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে ।

এই সেই বিজ্ঞপ্তি।

আরও পড়ুন:ভবিষ্যতে অনলাইন পরীক্ষার অতিরিক্ত দায়িত্ব নেবেন না শিক্ষকরা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সাফ জানাল জুটা

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকাদের বয়সসীমা আগেই বাড়িয়ে দিয়েছিল রাজ্য সরকার । কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকাদের অবসরের বয়স 62 থেকে বাড়িয়ে 65 বছর করা হয়েছিল । বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সহ-উপাচার্যদের অবসরের বয়স 65 থেকে বাড়িয়ে 70 বছর করা হয়েছিল । তারপর থেকেই ক্ষোভ জমছিল রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলির অন্যান্য আধিকারিকদের মনে । বিধানসভা নির্বাচনের আগে একগুচ্ছ আধিকারিকের অবসরের বয়সসীমা সেই ক্ষোভ নিরসনে কিছুটা হলেও কাজ করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ।

ABOUT THE AUTHOR

...view details