কলকাতা, 16 সেপ্টেম্বর : ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) তদন্তে নিযুক্ত সিটের (Special Investigation Team) তদারকির দায়িত্ব নিতে হলে কোনও পারিশ্রমিক নেবেন না তিনি ৷ ইতিমধ্যেই রাজ্য সরকারকে (West Bengal Government) সেকথা জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর (Manjula Chellur) ৷ বৃহস্পতিবার আদালতকে তেমনটাই জানিয়েছেন রাজ্যের আইনজীবী ৷
আরও পড়ুন :Post Poll violence : বিজেপি কর্মী খুনে মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে জেরা সিবিআইয়ের
এদিন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল (Justice Rajesh Bindal) ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের (Justice Rajarshi Bharadwaj) ডিভিশন বেঞ্চে সংশ্লিষ্ট মামলাটি শুনানির জন্য ওঠে ৷ সেখানেই রাজ্যের তরফে জানানো হয়, সিটের তদন্তে তদারকির দায়িত্ব পালনের সময় অন্যান্য সমস্ত সুবিধাই নেবেন প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ৷ কিন্তু আদালত তাঁর পারিশ্রমিক হিসাবে যে 10 লক্ষ টাকা রাজ্যকে দেওয়ার নির্দেশ দিয়েছিল, মঞ্জুলা চেল্লুর তা নেবেন না বলেই জানিয়েছেন ৷ এতে আদালতের কোনও সমস্যা নেই বলেই জানিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ ৷ বিষয়টি আদালতের নিয়ম মাফিক ‘রেকর্ড’-ও করে রাখা হয়েছে ৷