কলকাতা, 21 অগস্ট: পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, তৃণমূল কংগ্রেসের ঘর গোছানোর প্রক্রিয়া ততই জোরালো হচ্ছে ৷ সূত্রের খবর, শুদ্ধিকরণে একদিকে জোর দেওয়া হচ্ছে (Restore TMC Image), অন্যদিকে, নতুন গ্রহণযোগ্য মুখ তুলে আনার চেষ্টাও চলছে তৃণমূলে ৷ মূলত দু’টো চ্যালেঞ্জকেই সামনে রেখে এখন এগোতে চাইছেন মমতা-অভিষেক ৷
তৃণমূল সূত্রে খবর, ঘাসফুল শিবিরের ভিতরে মতপার্থক্য যতই থাকুক ৷ এই মুহূর্তে কালীঘাট থেকে ক্যামাক স্ট্রিট একটাই স্লোগান, উলটে দেখুন পালটে গেছে ৷ যতদূর খবর, সেপ্টেম্বরের শুরু থেকেই সাংগঠনিক রদবদল এবং তৃণমূলের নেতাদের সঙ্গে শীর্ষ নেতৃত্বের বৈঠক অন্য মাত্রা পেতে চলেছে ৷ প্রসঙ্গত, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগে অনেকটাই তলানীতে ৷ তৃণমূল সূত্রে খবর, এই অবস্থায় তৃণমূল শীর্ষনেতৃত্ব চায় না দুর্নীতির সঙ্গে জড়িতদের প্রশ্রয় দিয়ে, পদস্খলনের পথকে আরও সুনিশ্চিত করতে ৷ বরং, মতপার্থক্য থাকলেও তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee) এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উভয়েই চাইছেন দুর্নীতিমুক্ত একটা প্রশাসন এবং দুর্নীতিমুক্ত একটা দল তৈরি হোক ৷
আর সেই লক্ষ্যেই এবার তৃণমূলের কর্মী ও নেতাদের সঙ্গে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ এখনও পর্যন্ত যা সূচি রয়েছে, তাতে আগামী 7 সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুথ স্তরের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Netaji Indore Meeting) ৷ আর সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও থাকবেন, তা বলার অপেক্ষা রাখে না ৷ তৃণমূল সূত্রের খবর, জেলা ধরে নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে নিজস্ব স্তরে সার্ভে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Will Meet With Workers in September) ৷ আর তার ভিত্তিতে ব্লক স্তরের নেতৃত্বকে বেছে নিচ্ছেন তিনি ৷ বেশ কয়েকটি জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠক করেও ফেলেছেন তিনি ৷ তার পরেই চিকিৎসার জন্য দুবাই গিয়েছেন এবং আপাতত সেই কাজে সাময়িক বিরতি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷
আরও পড়ুন:দক্ষিণের পর উত্তর, আবার তৃণমূলের নামে হোর্ডিং, আবারও বিতর্ক