কলকাতা, 26 জুন : সহজে মানুষের সঙ্গে কথা বলে তাঁর মন জয় করার দক্ষতা ছিল কসবা ও আমহার্স্ট স্ট্রিটের ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের । অচেনা মানুষকে নিমেষেই আপন করে নিতে পারত সে । তার ব্যবহারও ছিল নম্র-ভদ্র । আর নিজের এই প্রতিভাকেই কাজে লাগিয়ে পর পর মানুষ ঠকাতে শুরু করে দেয় দেবাঞ্জন । ঘটনার তদন্ত যত এগোচ্ছে, ততই এই ধরনের তথ্য উঠে আসছে তদন্তকারীদের হাতে ৷ তাই তাঁরা বলছেন, এই কীর্তিমান দেবাঞ্জনের চরিত্রের সঙ্গে হুবহু মিল পাওয়া যাচ্ছে সারদা চিটফান্ড এবং আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত সুদীপ্ত সেনের ।
পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, স্বভাবে সারদাকর্তা সুদীপ্ত সেনও দেবাঞ্জনের মতো একটি আত্মভোলা ভাবমূর্তি গড়ে তুলেছিলেন । কিন্তু এই আত্মভোলা চেহারার নেপথ্যে ছিল কোটি কোটি টাকার জালিয়াতির ব্যবসা বা বলা চলে প্রতরণা চক্র । সারদাকর্তা সুদীপ্ত সেনের সঙ্গেও দেখা গিয়েছিল একাধিক নেতানেত্রীর ছবি । পাশাপাশি সুদীপ্ত সেনের সঙ্গে একসময় একই মঞ্চে দেখা গিয়েছিল সেই সময় কলকাতা পুলিশের নগরপাল এবং অধুনা রাজ্যের মুখ্য নিরপত্তা উপদেষ্টা সুরজিৎ করপুরকায়স্থকেও । ঠিক যেমনটা দেবাঞ্জনের সঙ্গেও দেখা যাচ্ছে একাধিক পুলিশ আধিকারিকের ছবি ৷
আরও পড়ুন :Kasba Vaccine Controversy : দেবাঞ্জনের সঙ্গে শিলিগুড়ির পুলিশ কমিশনারের পুরোন ছবি ভাইরাল
তাছাড়া ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায় এবং দেবাশিস কুমার-সহ শাসকদলের একাধিক বড় মাপের নেতার ছবিও দেখা গিয়েছে কসবা কাণ্ডের মাথা দেবাঞ্জনের সঙ্গে । শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। সুদীপ্ত সেনের মতো দেবাঞ্জনকেও দেখা গিয়েছে একাধিক আইপিএস অফিসারের সঙ্গে । যেমন বর্তমানে চন্দননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মাকেও দেবাঞ্জনের সঙ্গে একটি উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে ফিতে কাটতে দেখা যায় । ফলে দেবাঞ্জন ও সুদীপ্ত, দু‘জনের চরিত্রেই রয়েছে এক অদ্ভুত মিল ।
তদন্তকারীরা জানাচ্ছেন, সুদীপ্ত সেনের মতোই কয়েক মিনিটেই মানুষের মন জয় করে ফেলার দক্ষতা দেবাঞ্জনের রয়েছে । সারদা কাণ্ডের পর্দা ফাঁস হওয়ার আগে মঞ্চে উঠে এমনভাবে নিজের বক্তব্য রাখতেন সুদীপ্ত সেন, যা শুনে অনেকেই মন্ত্রমুগ্ধ হয়ে যেতেন ৷
দেবাঞ্জনের হাতে প্রতারিতদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, কখনওই দেবাঞ্জন তাঁদের বুঝতে দেয়নি যে গোটা ঘটনাটি ভুয়ো । তাছাড়া লকডাউন চলাকালীন দেবাঞ্জনের অফিসের যখনই কেউ ভ্যাকসিন চেয়েছিল, নিমেষেই সে ভ্যাকসিন জোগাড় করে ফেলেছিল, তা সে হোক না নকল । এমন তার জীবনশৈলী ছিল যে কারও কোনও সন্দেহই হতে পারে না ।