কলকাতা, 14 জুলাই: একটিমাত্র নির্দিষ্ট টিকা ব্যবহার করেই যাতে করোনা ভাইরাসের (Pan Coronavirus Vaccine) সবক'টি ভ্যারিয়েন্টকে রোখা সম্ভব হয়, আপাতত তা নিয়েই গবেষণা চালিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞরা ৷ বৃহস্পতিবার কলকাতার সায়েন্স সিটিতে আয়োজিত একটি অনুষ্ঠানে একথা জানালেন পুণের (Pune) 'ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি' (National Institute of Virology)-এর ডিরেক্টর ড. প্রিয়া আব্রাহাম (Dr. Priya Abraham) ৷
এদিনের অনুষ্ঠানে প্রিয়া বলেন, করোনার নিত্যনতুন ভ্যারিয়েন্ট বা প্রজাতি তৈরি হচ্ছে ৷ বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছ, একটি প্রজাতিকে রোখার জন্য যে টিকা তৈরি করা হচ্ছে, সেটি নতুন কোনও প্রজাতির মোকাবিলায় অকেজো হয়ে পড়ছে ৷ এই সমস্যা দূর করতেই 'প্যান করোনাভাইরাস ভ্যাকসিন' বা সমস্ত ধরনের করোনার জন্য একটিমাত্র টিকা তৈরির কাজ করা হচ্ছে ৷ 'ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ' (Indian Council of Medical Research) বা আইসিএমআর (ICMR) নয়া এই টিকাকে অনুমোদন দিলেই তা সাধারণের জন্য ব্যবহার করা হবে ৷