পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনা আবহে রেড রোডে সাধারণতন্ত্র দিবসের প্য়ারেডে নিষিদ্ধ দর্শক - নিষিদ্ধ

কোরোনা পরিস্থিতিতে দর্শক সমাগমে বাড়বে সংক্রমণের আশঙ্কা৷ তাই মঙ্গলবার রেড রোডের প্য়ারেডে নিষিদ্ধ দর্শকরা৷ তাঁদের আটকাতে অনুষ্ঠানস্থল ঘিরে করা হয়েছে ব্য়ারিকেড৷ আঁটোসাটো করা হয়েছে নিরাপত্তা৷

COVID-19: Republic Day celebrations in Kolkata with no spectators
কোরোনা আবহে দর্শক নিষিদ্ধ রেড রোডের প্য়ারেডে

By

Published : Jan 25, 2021, 5:24 PM IST

কলকাতা, 25 জানুয়ারি : কোরোনা আবহে জৌলুস কমছে কলকাতার সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের ৷ আয়োজনের বহর যেমন কমানো হচ্ছে, তেমনি নিষেধাজ্ঞা জারি হয়েছে দর্শকদের আসার উপরেও ৷ সোমবার প্রশাসনিক সূত্রে সামনে এসেছে এই তথ্য় ৷ মুখমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়, রাজ্য়পাল জগদীপ ধনকড়-সহ রাজ্য় প্রশাসনের কিছু শীর্ষস্থানীয় কর্তা ছাড়া আর কোনও বিশিষ্ট ব্য়ক্তি এবারের অনুষ্ঠানে শামিল হবেন না৷

রাজ্য় সরকার সূত্রে খবর, রেড রোডের এবারের প্য়ারেডে অংশগ্রহণ করবেন প্রায় 200 জন৷ সংখ্য়াটা অন্য়বারের তুলনায় নগন্য৷

রাজ্য় সরকারের এক আধিকারিক এই প্রসঙ্গে বলেন, ‘‘কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এবছর রেড রোডের প্য়ারেডের আয়োজনে কাটছাঁট করা হয়েছে৷ বিশিষ্টদের মধ্য়ে উপস্থিত থাকবেন খুব অল্প কয়েকজন৷ মুখ্য়মন্ত্রী ও রাজ্য়পাল ছাড়াও তাঁদের মধ্য়ে থাকবেন রাজ্য় প্রশাসনের কয়েকজন শীর্ষস্থানীয় কর্তা ও আধিকারিক৷ শারীরিক দূরত্ববিধি মেনেই সকলের বসার ব্য়বস্থা করা হবে ৷

কলকাতা পুলিশের এক কর্তা জানিয়েছেন, সাধারণতন্ত্র দিবসের প্য়ারেড দেখতে প্রতি বছরই বহু মানুষ ভিড় জমান ৷ তাঁদের জন্য়ই রেড রোড ঘিরে পুরো ময়দান চত্বরটাকে ব্য়ারিকেড করতে হয়৷ তবে এবারের পরিস্থিতি একেবারেই আলাদা ৷ ওই পুলিশ আধিকারিক বলেন, ‘‘এবছর শুধুমাত্র রেড রোডের আশপাশের এলাকাতেই ব্য়ারিকেড থাকবে ৷ যাতে সাধারণ মানুষের প্রবেশ আটকানো যায়৷’’ প্রসঙ্গত, গত রবিবার থেকেই ব্য়ারিকেড বাঁধার কাজ শুরু করে দেওয়া হয়েছে৷

আরও পড়ুন:সাধারণতন্ত্র দিবসের আগে ‘দুর্গ‘ দিল্লি

তবে জাঁকজমকে কাঁচি চালানো হলেও মঙ্গলবারের আয়োজন ঘিরে নিরাপত্তার কোনও খামতি রাখা হচ্ছে না ৷ নজরদারিতে থাকছেন কলকাতা পুলিশের অন্তত 1 হাজার কর্মী ৷ সঙ্গে থাকছেন অন্য় নিরাপত্তাকর্মীরাও ৷ থাকছে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড ও রেডিও ফ্লাইং স্কোয়াড ৷ এছাড়া, অ্য়াসিস্ট্যান্ট কমিশনার ও 12 জন ডেপুটি কমিশনার পদস্থ আধিকারিকও নিরাপত্তার দায়িত্বে থাকছেন ৷ থাকছে স্নিফার ডগ, বম্ব স্কোয়াডও৷

ABOUT THE AUTHOR

...view details