কলকাতা, 2 মে : একুশের জয়ের বর্ষপূর্তি আজ (Report Card on First Anniversary of 3rd TMC Government) । একদিকে তৃণমূলের তৃতীয়বার ক্ষমতা দখল, অন্যদিকে বিজেপির স্বপ্নভঙ্গ, আজ এই দুইয়েরই বর্ষপূর্তি (First Anniversary of 3rd TMC Government) । এর পর মাঝে অনেকটা সময় চলে গিয়েছে । গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেকটা জল । একদিকে এই সময়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যতই অভিযোগের আঙুল উঠুক, একের পর এক বিষয়ে সিবিআই তদন্ত দিয়ে সরকারকে কিছুটা অস্বস্তিতে রাখুক আদালত, গণদেবতার সমর্থনের প্রশ্নে এখনও পয়লা নম্বর তৃণমূলই । বিধানসভা নির্বাচনে জয়ের পর গত এক বছরে কালীঘাট বনাম ক্যামাক স্ট্রিটের দ্বন্দ্ব দেখেছে বাংলা । পার্থ বনাম কুণাল, আদি বনাম নব্য ৷ সুখী গৃহস্থের মধুচন্দ্রিমা শেষ ৷
একুশের বিধানসভা নির্বাচনে বাংলার মেয়ে হয়ে মানুষের দরজায় গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো । তারপর বাকিটা সব 'দিদিগিরি'। কথা দিয়েছিলেন দুয়ারে রেশন পৌঁছে দেবেন । দেবেন লক্ষ্মীর ভাণ্ডার । রেশন সরাসরি গৃহস্থের দরজায় না পৌঁছলেও পাড়ায় পৌঁছেছে ৷ কথা রেখেছেন মমতা ৷ আর এসসি-এসটি তথা আদিবাসী রমণীর ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছেছে মাসিক হাজার টাকা ৷ সাধারণ ঘরের মা-বোনেরা পেয়েছেন পাঁচশো টাকা ৷ কথা রেখেছেন মমতা ৷
একই সঙ্গে কিন্তু তিনি দিয়েছিলেন সুশাসনের প্রতিশ্রুতি ৷ তবে, একাধিক সিবিআই তদন্তের নির্দেশ, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ৷ যদিও, এর মধ্যে বিরোধীদের বদনাম তত্ত্বও আছে ৷ কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারে প্রতিহিংসার রাজনীতিও আছে ৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বগটুইয়ে অগ্নিদগ্ধ লাশ, মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে একের পর এক নারী নির্যাতনের ঘটনা, আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের জন্য ছাত্রনেতার গালিগালাজ কখনও সুশাসনের উদাহরণ হতে পারে না ৷