কলকাতা, 23 ডিসেম্বর :আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যেই রাজ্যের বকেয়া পৌরভোটগুলি সেরে ফেলতে চায় নির্বাচন কমিশন (Election Commission on Municipal Election) ৷ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) পৌর নির্বাচন সংক্রান্ত জনস্বার্থ মামলাগুলির শুনানি চলাকালীন এমনটাই জানিয়েছে তারা ৷ কমিশনের প্রস্তাব, পৌরভোট করা হোক দু’দফায় ৷ এর মধ্যে প্রথম দফায়, আগামী 22 জানুয়ারি পৌরনিগমগুলির নির্বাচন করা যেতে পারে ৷ তারমধ্যে পড়ছে হাওড়া, আসানসোল, শিলিগুড়ি, বিধানগর এবং চন্দনগর পৌরনিগম ৷ বাদবাকি সমস্ত পৌরসভাগুলিতে ভোট করা হোক আগামী 27 ফেব্রুয়ারি ৷ এদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের সামনে এই প্রস্তাব রেখেছে রাজ্য নির্বাচন কমিশন ৷ সবটা শোনার পর রায়দান স্থগিত রেখেছে আদালত ৷ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 5 জানুয়ারি ৷
প্রসঙ্গত, কলকাতা-সহ রাজ্যের একাধিক পৌরনিগম ও পৌরসভায় বছরের পর বছর ধরে ভোট করানো হয়নি ৷ বদলে প্রশাসক বসিয়ে কাজ চালানো হয়েছে ৷ বিরোধীদের অভিযোগ, রাজ্যের শাসকদল ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্যই ইচ্ছাকৃতভাবে পৌরসভা ও পৌরনিগমগুলিতে ভোট করাচ্ছে না ৷ এরই মাঝে গত 19 ডিসেম্বর ভোট হয় কলকাতা পৌরনিগমে (KMC Election 2021) ৷ একইসঙ্গে, রাজ্যের তরফে হাওড়া পৌরনিগমে ভোট করানোর প্রস্তাব দেওয়া হলেও তা ভেস্তে যায় ৷ কারণ, ইতিমধ্যে হাওড়া পৌরনিগম থেকে বালি এলাকাকে আলাদা করে পৃথক পৌরসভা গঠনের বিল পাস হয়ে গিয়েছে বিধানসভায় ৷ কিন্তু, সেই বিলে রাজ্যপাল এখনও স্বাক্ষর করেননি ৷ ফলে হাওড়া পৌরনিগম ও প্রস্তাবিত বালি পৌরসভার ভোট করানো নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা ৷