পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Municipal Election : ফেব্রুয়ারির মধ্যেই সারা হোক রাজ্যের বকেয়া পৌরভোট, হাইকোর্টে প্রস্তাব কমিশনের

বছর শুরুতেই সেরে ফেলা হোক রাজ্যের বকেয়া পৌরভোট ৷ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এই প্রস্তাব দিল নির্বাচন কমিশন (Election Commission on Municipal Election) ৷ আদালতে দু’দফায় ভোটের প্রস্তাব পেশ করেছে তারা ৷ আগামী 22 জানুয়ারি হাওড়া, আসানসোল, শিলিগুড়ি, বিধানগর এবং চন্দনগর পৌরনিগম এবং বাদবাকি পৌরসভাগুলিতে 27 ফেব্রুয়ারি নির্বাচন প্রক্রিয়া সেরে ফেলার পক্ষে সওয়াল করেছেন কমিশনের আইনজীবী ৷

remaining municipal election of west bengal will be  done by february, says calcutta high court
Municipal Election : ফেব্রুয়ারির মধ্যেই সারা হোক রাজ্যের বকেয়া পৌরভোট, হাইকোর্টে প্রস্তাব কমিশনের

By

Published : Dec 23, 2021, 2:35 PM IST

Updated : Dec 23, 2021, 6:53 PM IST

কলকাতা, 23 ডিসেম্বর :আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যেই রাজ্যের বকেয়া পৌরভোটগুলি সেরে ফেলতে চায় নির্বাচন কমিশন (Election Commission on Municipal Election) ৷ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) পৌর নির্বাচন সংক্রান্ত জনস্বার্থ মামলাগুলির শুনানি চলাকালীন এমনটাই জানিয়েছে তারা ৷ কমিশনের প্রস্তাব, পৌরভোট করা হোক দু’দফায় ৷ এর মধ্যে প্রথম দফায়, আগামী 22 জানুয়ারি পৌরনিগমগুলির নির্বাচন করা যেতে পারে ৷ তারমধ্যে পড়ছে হাওড়া, আসানসোল, শিলিগুড়ি, বিধানগর এবং চন্দনগর পৌরনিগম ৷ বাদবাকি সমস্ত পৌরসভাগুলিতে ভোট করা হোক আগামী 27 ফেব্রুয়ারি ৷ এদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের সামনে এই প্রস্তাব রেখেছে রাজ্য নির্বাচন কমিশন ৷ সবটা শোনার পর রায়দান স্থগিত রেখেছে আদালত ৷ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 5 জানুয়ারি ৷

আরও পড়ুন :Municipal Election Schedule : এখনই বকেয়া পৌর নির্বাচনের নির্ঘণ্ট জানানো সম্ভব নয়, হাইকোর্টে জানাল রাজ্য

প্রসঙ্গত, কলকাতা-সহ রাজ্যের একাধিক পৌরনিগম ও পৌরসভায় বছরের পর বছর ধরে ভোট করানো হয়নি ৷ বদলে প্রশাসক বসিয়ে কাজ চালানো হয়েছে ৷ বিরোধীদের অভিযোগ, রাজ্যের শাসকদল ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্যই ইচ্ছাকৃতভাবে পৌরসভা ও পৌরনিগমগুলিতে ভোট করাচ্ছে না ৷ এরই মাঝে গত 19 ডিসেম্বর ভোট হয় কলকাতা পৌরনিগমে (KMC Election 2021) ৷ একইসঙ্গে, রাজ্যের তরফে হাওড়া পৌরনিগমে ভোট করানোর প্রস্তাব দেওয়া হলেও তা ভেস্তে যায় ৷ কারণ, ইতিমধ্যে হাওড়া পৌরনিগম থেকে বালি এলাকাকে আলাদা করে পৃথক পৌরসভা গঠনের বিল পাস হয়ে গিয়েছে বিধানসভায় ৷ কিন্তু, সেই বিলে রাজ্যপাল এখনও স্বাক্ষর করেননি ৷ ফলে হাওড়া পৌরনিগম ও প্রস্তাবিত বালি পৌরসভার ভোট করানো নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা ৷

এদিনের শুনানিতে সদ্য সমাপ্ত কলকাতা পৌরভোটের ‘সন্ত্রাস’ নিয়ে সরব হন বিজেপি-র আইনজীবীরা ৷ তাঁদের অভিযোগ, কলকাতার পৌর নির্বাচনে ব্যাপক সন্ত্রাস চালিয়েছে তৃণমূল ৷ সেই খবর যাতে প্রকাশ্যে না আসে, তা নিশ্চিত করতে নজরদারি ব্যবস্থাকেও প্রভাবিত করা হয়েছে ৷ বহু ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরাকে অকেজো করে দেওয়া হয়েছে ৷ আর সেই সুযোগে দেদার ছাপ্পা ভোট দিয়েছেন শাসকদলের মদতপুষ্ট ব্যক্তিরা ৷ এসব নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি ৷ কারণ, তারা কোনও পদক্ষেপই করেনি ৷

ফেব্রুয়ারির মধ্যেই সারা হোক রাজ্যের বকেয়া পৌরভোট, হাইকোর্টে প্রস্তাব কমিশনের

আরও পড়ুন :High Court : পুরসভার ভোট একইসঙ্গে করার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

একই অভিযোগ করেছেন বাম প্রার্থীদের আইনজীবীরাও ৷ এমনকী, কলকাতার নানা জায়গায় ভোট পরবর্তী হিংসার ঘটনাও ঘটেছে বলে দাবি করেছেন তাঁরা ৷ একইসঙ্গে, হাওড়া পৌরনিগম ও প্রস্তাবিত বালি পৌরসভার ভবিষ্যৎ কী হবে, সেই বিষয়েও আদালতের সামনে প্রশ্ন তোলা হয়েছে ৷ এছাড়া, বিভিন্ন জায়গায় ইভিএম-এ ‘নোটা’ কেন রাখা হয়নি, তা নিয়েও আদালতের সামনে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপি-র আইনজীবীরা ৷ সব পক্ষের বক্তব্য শোনার পর মামলায় রায়দান স্থগিত রেখে দেয় আদালত ৷

Last Updated : Dec 23, 2021, 6:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details