পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

স্বাভাবিক হতে চলেছে হাইকোর্টের কাজকর্ম, প্রস্তুত হওয়ার নির্দেশ - registrar general

কর্মচারীদেরকে প্রস্তুত থাকার বার্তা দিয়ে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল জানালেন , খুব তাড়াতাড়ি স্বাভাবিক হতে পারে হাইকোর্টের শুনানি মামলা ৷

kolkata
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল

By

Published : Jun 2, 2020, 10:27 AM IST

কলকাতা,2 জুন: আদালতের কাজকর্ম খুব শীঘ্রই শুরু করা হবে। কর্মচারীদেরকে প্রস্তুত থাকার বার্তা দিলেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল রাই চট্রোপাধ্যায়।

গত মার্চ মাসে হাইকোর্টের তরফে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল COVID-19 এর জন্য আদালতের স্বাভাবিক কাজকর্ম বাতিল করা হয়েছে। স্বাভাবিক কাজকর্ম বন্ধ হলেও, ভিডিও কনফারেন্সের মাধ্যমে চলছিল শুধুমাত্র জরুরি মামলার শুনানি। ভিডিও কনফারেন্সেরের মাধ্যমে শুনানিতেও ছেদ টানে আমফান সাইক্লোন ৷ কারণ ঝড়ের পর নেটওয়ার্ক সমস্যার ফলে 8 জুন পর্যন্ত সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে । এবার সেই পরিস্থিতিকে দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে বলে রেজিস্ট্রার জেনারেল জানিয়েছেন । রেজিস্ট্রার জেনারেলের দেওয়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আদালতে সমস্ত কর্মচারী যেন প্রস্তুত থাকেন, যে কোনও সময় তাদের ডাক পড়তে পারে। পাশাপাশি এও জানান হয় এই জরুরি পরিস্থিতিতে যে পদে নিযুক্ত ছিলেন তার বাইরেও তাদেরকে কাজ করতে হতে পারে । যেহেতু গণপরিবহনের সমস্যা রয়েছে তাই আদালতের তরফে কর্মচারীদেরকে একটি নির্দিষ্ট জায়গা থেকে গাড়িতে নিয়ে আসার ও ফেরার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। এছাড়াও নির্দেশ দেওয়া হয় , সমস্ত কর্মচারীকে তাদের বিভাগীয় প্রধানদের সঙ্গে যোগাযোগ রেখে চলতে হবে। পাশাপশি কর্মচারীদেরকে আদালতের ওয়েবসাইট অনুসরণ করতে বলা হয়েছে পরবর্তী নির্দেশের জন্য ।

সুপ্রিম কোর্টের নির্দেশ মত গত 16 মার্চ থেকেই কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত আদালতে শুধুমাত্র জরুরি ভিত্তিক মামলাগুলিরই শুনানি চলছিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে। কিন্ত দীর্ঘদিন আদালতের স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকায় অর্থনৈতিক সংকটের সম্মুখীন রাজ্যের আইনজীবীরা। পাশাপাশি আইনজীবীদের ক্লার্ক,টাইপিস্ট সহ আদালতের সঙ্গে যুক্ত আরো একধিক পেশার মানুষজন চরম সংকটের মুখে। অন্যদিকে সাধারণ মানুষ দীর্ঘদিন আদালতের কাজকর্ম প্রায় বন্ধ থাকায় বিচার পাচ্ছেন না। এই পরিস্থিতিতে চাপ বাড়ছিল আদালতে উপর। তারপরই হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের তরফে এক বিজ্ঞপ্তি দিয়ে গতকাল জানানো হয় খুব শীঘ্রই আদালতের কাজকর্ম স্বাভাবিক করা হবে।

ABOUT THE AUTHOR

...view details