কলকাতা , 5 এপ্রিল : মাত্র কয়েকমাস আগেই হারিয়েছিলেন ভিটে বাড়ি ৷ কারণ ছিল মেট্রোরেল ৷ বর্তমানে খাদ্য সংকটে গৃহবন্দী ৷ কারণ কোরোনা নামক ভাইরাস ৷ জগন্নাথ বাড়ি লেন, রামকানাই অধিকারী লেন, বাবুরাম শিল লেন, হিদারাম ব্যানার্জী লেন, মদন দত্ত লেনের হাজার তিনেক মানুষের দিন গুজরান সামান্য রসদে ৷ সাহায্যের হাত বাড়ালও CAB এর প্রাক্তন সচিব বিশ্বরূপ দে পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা রিফিউজি ।
গোয়েঙ্কা কলেজের বিপরীতে রিফিউজি সংস্থার প্রধান অফিস । পরিচালনার দায়ভার CAB এর প্রাক্তন সচিব বিশ্বরূপ দে-র হাতে ৷ এই সংস্থার প্রধান লক্ষ্য বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানও । এই মহৎ উদ্দেশ্য নিয়ে এবার তাঁরা মেট্রো রেলের কাজে ক্ষতিগ্রস্ত পাড়ায় এসেছে ৷ 31 মার্চ থেকে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে চাল ডাল আলু ।