পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আর্সেনিক প্রবণ এলাকায় পরিশ্রুত পানীয় জলের প্রতিশ্রুতি মন্ত্রীর

2022 সালের মধ্যে রাজ্যের আর্সেনিক প্রবণ এলাকাগুলিতে পরিশ্রুত জল পৌঁছে যাবে । আজ বিধানসভায় এই কথা বলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সৌমেন মহাপাত্র ।

By

Published : Feb 11, 2020, 5:19 PM IST

Updated : Feb 11, 2020, 6:23 PM IST

soumen mahapatra
জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সৌমেন মহাপাত্র

কলকাতা, ১১ ফেব্রুয়ারি : রাজ্যের সমস্ত আর্সেনিক প্রবণ এলাকায় মিলবে পরিশ্রুত পানীয় জল । রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সৌমেন মহাপাত্র আজ বিধানসভায় এই কথা জানান । তিনি বলেন, 2022 সালের মধ্যে রাজ্যের আর্সেনিক প্রবণ এলাকাগুলিতে পরিশ্রুত জল পৌঁছে যাবে । এই নিয়ে কারও মধ্যে কোনও সংশয় নেই ।

পরিশ্রুত পানীয় জলের প্রতিশ্রুতি মন্ত্রীর


দীর্ঘদিন ধরেই রাজ্যের আর্সেনিক প্রবণ এলাকাগুলিতে রয়েছে জল সরবরাহের সমস্যা । আজ বিধানসভার অধিবেশন কক্ষে প্রশ্নোত্তর পর্বে এই সমস্যার কথা উত্থাপিত হয় । সমস্যার সমাধান হওয়ার বিষয়ে আশ্বাস দেন মন্ত্রী সৌমেন মহাপাত্র । এরপর বিষয়টিকে নিয়ে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী ETV ভারতকে বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ২০২২ সালের মধ্যে সমস্ত আর্সেনিক প্রবণ এলাকাগুলিতে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হবে। আমরা অঙ্গীকারবদ্ধ । ইতিমধ্যে 53 শতাংশ মানুষ পরিশ্রুত পানীয় জল পেতে শুরু করে দিয়েছেন ।"

তিনি জানান, গভীর নলকূপ ব্যবহার করে জল তুলে তা আর্সেনিক মুক্ত করে সমস্ত এলাকায় দেওয়া হচ্ছে।

Last Updated : Feb 11, 2020, 6:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details