পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

স্বাধীনতা দিবসের প্যারেডের মহড়া, 4দিন দীর্ঘক্ষণ বন্ধ থাকবে রেড রোড - স্বাধীনতা দিবসের প্যারেডের মহড়া

এবার কোনও ট্যাবলোর প্রদর্শনী হবে না । তবে কলকাতা পুলিশের তরফে কুচকাওয়াজের অনুষ্ঠান হবে । আর সোমবার থেকে তারই মহড়া চলবে রেড রোডে ।

red road
স্বাধীনতা দিবসের প্যারেডের মহড়া

By

Published : Aug 2, 2020, 3:36 AM IST

কলকাতা, 2 অগাস্ট: সোমবার থেকেই রেড রোডে শুরু হচ্ছে স্বাধীনতা দিবসের প্যারেডের মহড়া । চলবে চারদিন । কলকাতা পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, 3,6, 9 ও 11 তারিখ সকাল 5টা থেকে রেড রোডে মহড়া শুরু হবে । যতক্ষণ মহড়া চলবে ততক্ষণ বন্ধ থাকবে রাস্তা ।

স্বাধীনতা দিবস যে এবার অন্যভাবে পালিত হতে চলেছে তা আগেই জানিয়েছিল কেন্দ্রীয় সরকার । লালকেল্লা এবার সাক্ষী থাকবে অন্য রকমের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের। মাত্র কুড়ি শতাংশ VVIP সেখানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর ভাষণ শোনার সুযোগ পাবেন । মাত্র 100 জন অতিথি থাকবেন। এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কোরোনা জয়ীদের । কলকাতার রেড রোডেও দেখা যাবে একই ছবি । এবার বাইরের দেশের কোনও অতিথি রেড রোডে থাকবেন না । কারণ কোরোনা সংক্রমণের মাঝে স্বাধীনতা দিবস কীভাবে পালন করা হবে সেই সংক্রান্ত কেন্দ্রীয় নির্দেশিকা আগেই এসেছে । সেখানে বড়সড় জমায়েত এড়িয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আমন্ত্রণ জানাতে বলা হয়েছে কোরোনা যোদ্ধা এবং জয়ীদের।

অন্য বছরের মতো এবছরও সকাল দশটায় রেড রোডে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী । পতাকা উত্তোলন করবেন তিনি । পুলিশের তরফে হবে একটি ছোটো কুচকাওয়াজের অনুষ্ঠান । এবার কোনও ট্যাবলোর প্রদর্শনী হবে না । সেই কুচকাওয়াজ এবং পুরো অনুষ্ঠানটির মহড়ার জন্য 3,6,9 এবং 11 অগাস্ট সকাল পাঁচটা থেকে মহড়া শেষ পর্যন্ত বন্ধ থাকবে রেড রোড । ওই সময় রেড রোড থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে ।

ABOUT THE AUTHOR

...view details