কলকাতা, 23 এপ্রিল :কেন লালবাতি বসানো গাড়ি ব্যবহার করেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (TMC Leader Anubrata Mondal) ? গত কয়েকদিন ধরে বারবার উঠেছে এই প্রশ্ন উঠেছে ৷ আর সেই বিতর্কের জেরে অনুব্রত মণ্ডলের গাড়ি থেকে খুলে নেওয়া হল লালবাতি (Red Beacon Removes from Anubrata Mondal Car) ৷
শনিবার বিকেলে অনুব্রত মণ্ডলকে হাজিরা দিতে বলেছিল সিবিআই (CBI Summons Anubrata Mondal on Cattle Smuggling Case) ৷ তিনি আসেননি ৷ সিবিআই-এর দফতরে এসেছিলেন তাঁর আইনজীবী ৷ অনুব্রত মণ্ডল যে গাড়িটি ব্যবহার করেন, সেটি নিয়েই এদিন সন্ধ্যায় নিজাম প্যালেসে আসেন তাঁর আইনজীবী সঞ্জীব দাঁ ৷ তখনই দেখা যায় ওই গাড়িতে আর লালবাতি নেই ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, অনুব্রত মণ্ডল দু’টি সরকারি পদে রয়েছেন ৷ পশ্চিমবঙ্গের রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদ ও রাজ্য স্বরোজগার যোজনার সভাপতির দায়িত্ব সামলান তিনি ৷ প্রশাসনের একটি সূত্রের দাবি, সেই কারণে তিনি নিজের গাড়িতে বাতি ব্যবহার করতেই পারেন ৷ তবে সেটা নীল হতে হবে ৷ তা সত্ত্বেও কেন অনুব্রত লালবাতির গাড়ি ব্যবহার করতেন, তা নিয়ে বিতর্ক রয়েছে ৷
সেই বিতর্কই নতুন করে মাথাচাড়া দেয় কয়েকদিন আগে ৷ যখন অনুব্রত মণ্ডল কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হন ৷ তখনই প্রশ্ন ওঠে, কেন লালবাতি গাড়ি ব্যবহার করেন অনুব্রত ? তাই রাজনৈতিক মহলের ধারণা বিতর্ক এড়াতেই গাড়ি থেকে লালবাতি খুলে দিয়েছেন বীরভূমের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা ৷