পশ্চিমবঙ্গ

west bengal

Calcutta HC slams Nadia teacher: বিধায়কের সুপারিশে চাকরি পেয়েছিলেন ? নদিয়ার শিক্ষককে ভর্ৎসনা হাইকোর্টের

By

Published : Jun 8, 2022, 4:40 PM IST

নদিয়ার এক চুক্তিভিত্তিক শিক্ষককে (Calcutta HC slams Nadia contract school teacher) আজ চূড়ান্ত ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট (Recruitment scam)৷ বিচারপতি রাজাশেখর মানথা তাঁকে বলেন, "কার সুপারিশে চাকরি পেয়েছিলেন ? স্থানীয় বিধায়ক ? দুর্ভাগ্যজনক !"

Recruitment scam: Calcutta HC slams Nadia contract school teacher
বিধায়কের সুপারিশে চাকরি পেয়েছিলেন ? নদিয়ার শিক্ষককে ভর্ৎসনা হাইকোর্টের

কলকাতা, 8 জুন:"কার সুপারিশে চাকরি পেয়েছিলেন ? স্থানীয় বিধায়ক ? দুর্ভাগ্যজনক ! আপনাদের মতো লোকের জন্য 9 বছর স্থায়ী পদে শিক্ষক নিয়োগ করা যায়নি । আপনি পদ আটকে রেখেছিলেন ! অত্যন্ত দুর্ভাগ্যজনক ।" নদিয়ার এক চুক্তিভিত্তিক শিক্ষককে এই ভাষাতেই ভর্ৎসনা করলেন বিচারপতি রাজাশেখর মানথা (Recruitment scam)।

আদালত সুত্রে জানা যাচ্ছে, 1998 সালের মে মাস থেকে 2007 সালের এপ্রিল মাস পর্যন্ত নদিয়ার গয়েশপুর উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ে পার্ট-টাইম শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন নাসিরউদ্দিন শেখ । অভিযোগ, তাঁকে কিছু বলার সুযোগ না দিয়েই মৌখিক ভাবে তাঁকে বরখাস্ত করা হয় । এরপর, 2012 সালে আদালতের দ্বারস্থ হন নাসিরউদ্দিন (Calcutta HC slams Nadia contract school teacher)।

আরও পড়ুন:HC on Recruitment Scam: সিদ্দিক গাজির নিয়োগের যাবতীয় নথি সিবিআইকে দেওয়ার নির্দেশ হাইকোর্টের

এ দিন সেই মামলার শুনানিতে রাজ্য জানায়, ওই শিক্ষক স্থায়ী নন । তাঁকে নিয়োগ করার কোনও নিয়োগপত্র দেওয়া হয়নি । পরিচালন কমিটি তাঁকে নিযুক্ত করেছিল । এরপরেই ওই শিক্ষকের মামলা খারিজ করে দেন বিচারপতি ।

ABOUT THE AUTHOR

...view details