স্পেশালিস্ট অফিসার পদে প্রচুর নিয়োগ করতে চলেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক । আবেদন করতে হবে অনলাইনে । 6 অক্টোবর পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে । নিয়োগ করা হবে 535 জনকে । অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে ।
এই পদে আবেদনের জন্য বিস্তারিত তথ্য
মোট শূন্য আসন : 535
- ম্যানেজার (রিস্ক) : 160
- ম্যানেজার (ক্রেডিট) : 200
- ম্যানেজার (ট্রেজ়ারি) : 30
- ম্যানেজার (আইন) : 25
- ম্যানেজার (আর্কিটেক্ট) : 2
- ম্যানেজার (সিভিল) : 8
- ম্যানেজার (ইকোনমিক) : 10
- ম্যানেজার (মানব সম্পদ) : 10
- সিনিয়র ম্যানেজার (রিস্ক) : 40
- সিনিয়র ম্যানেজার (ক্রেডিট) : 50
শিক্ষাগত যোগ্যতা :
- ম্যানেজার (রিস্ক) : অঙ্ক/স্ট্যাটিস্টিক্স/ইকোনমিক্সে স্নাতক/স্নাতকোত্তরে 60 শতাংশ নম্বর থাকতে হবে ।
- ম্যানেজার (ক্রেডিট) : - বাণিজ্যে CA/ICWA/MBA-তে 60 শতাংশ নম্বর থাকতে হবে ।
- ম্যানেজার (ট্রেজ়ারি) : বাণিজ্যে CA/ICWA/MBA-তে 60 শতাংশ নম্বর থাকতে হবে ।
- ম্যানেজার (আইন) : আইনে স্নাতক স্তরে 60 শতাংশ নম্বর থাকতে হবে ।
- ম্যানেজার (আর্কিটেক্ট) : আর্কিটেকচারে স্নাতক স্তরে 60 শতাংশ নম্বর থাকতে হবে । কাউন্সিল অফ আর্কিটেকচারের রেজিস্ট্রেশন থাকতে হবে ।
- ম্যানেজার (সিভিল) : সিভিল ইঞ্জিনিয়ারিং-এ B.E./B.Tech ডিগ্রিতে 60 শতাংশ নম্বর থাকতে হবে ।
- ম্যানেজার (মানব সম্পদ) : মানব সম্পদ/শ্রমিক আইন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমায় 60 শতাংশ নম্বর থাকতে হবে ।
- ম্যানেজার (ইকোনমিক) : অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিতে 60 শতাংশ নম্বর থাকতে হবে ।
- সিনিয়র ম্যানেজার (রিস্ক) : অঙ্ক/স্ট্যাটিস্টিক্স/ইকোনমিক্সে স্নাতক/স্নাতকোত্তরে 60 শতাংশ নম্বর থাকতে হবে । কম করে ব্যাঙ্কে এই পদে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
- সিনিয়র ম্যানেজার (ক্রেডিট) : বাণিজ্যে CA/ICWA/MBA-তে 60 শতাংশ নম্বর থাকতে হবে । কম করে ব্যাঙ্কে এই পদে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
শিক্ষাগত যোগ্যতার বিবিবরণ এখানে সংক্ষেপে দেওয়া হয়েছে । এই সম্পর্কে PNB তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিশদে উল্লেখ করা হয়েছে । PNB-র অফিসিয়াল ওয়েবসাইটে (www.pnbindia.in) বিজ্ঞপ্তিটি পাবেন ।