পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কলকাতা মেট্রোর হাসপাতালে প্যারামেডিকেল স্টাফ নিয়োগ - NURSE

কোরোনা পরিস্থিতির জেরে 15 জন প্যারামেডিকেল স্টাফ নিয়োগ করবে কলকাতা মেট্রোরেল । ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে প্রার্থী ।

চাকরি
চাকরির খবর

By

Published : Sep 6, 2020, 7:00 AM IST

কলকাতা মেট্রোরেলের অধীন তপন সিনহা মেমোরিয়াল হাসপাতালে চুক্তিভিত্তিক প্যারামেডিকেল স্টাফ নিয়োগ করা হবে । ফ্রেস প্রার্থীদের সঙ্গে সঙ্গে রেলের অবসরপ্রাপ্ত কর্মীরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন । মোট ১৫টি পদে কর্মী নিয়োগ করা হবে । ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে ।

আসনসংখ্যা :মোট আসন সংখ্যা হল 15টি । এর মধ্যে স্টাফ নার্স নেওয়া হবে 10 জন, ল্যাব অ্যাসিস্ট্যান্ট (গ্রেড II) নেওয়া হবে 2 জন । রেডিয়োগ্রাফার নেওয়া হবে 3 জন ।

শিক্ষাগত যোগ্যতা :

  • স্টাফ নার্সের জন্য আবেদনকারীর B.Sc (নার্সিং) অথবা জেনেরাল নার্সিং অ্যান্ড মিডওয়াইফেরিতে তিন বছরের কোর্স এবং নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে ।
  • ল্যাব অ্যাসিস্ট্যান্ট (গ্রেড II) পদের জন্য আবেদনকারীর বিজ্ঞান নিয়ে হায়ার সেকেন্ডারি পাশ এবং মেডিকেল ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে ।
  • রেডিয়োগ্রাফার পদের জন্য আবেদনকারীর পদার্থবিদ্যা ও রসায়ন সহ 10+2 এবং রেডিয়োগ্রাফি/ এক্স-রে টেকনিশিয়ান/ রেডিয়ো ডায়াগোনোসিস টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে ।

বয়সসীমা : স্টাফ নার্স পদের জন্য বয়স হতে হবে 20-40 বছরের মধ্যে বাকি পদ দুটির ক্ষেত্রে বয়স হতে হবে 18-33 বছরের মধ্যে । সবক্ষেত্রেই বয়স হতে হবে 1 জুলাই 2020 তারিখের হিসেবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন । রেলের অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা হল 65 বছর ।

ইন্টারভিউয়ের তারিখ : ওয়াক ইন ইন্টারভিউ হবে 8 সেপ্টেম্বর সকাল 10.30 মিনিটে কলকাতার টলিগঞ্জের তপন সিনহা মেমোরিয়াল হাসপাতালে । পাসপোর্ট সাইজ়ের ছবি ও যাবতীয় আসল প্রমাণপত্র ও ফোটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে ।

বিস্তারিত তথ্যের জন্য কলকাতা মেট্রো রেলের অফিশিয়াল ওয়েবসাইটে (mtp.indianrailways.gov.in) নজর রাখুন ।

গুরুত্বপূর্ণ তারিখ :

ইন্টারভিউ-এর তারিখ : 08.09.2020

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ৷

ABOUT THE AUTHOR

...view details