বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রাষ্ট্রায়ত্ত সংস্থা NTPC। সঙ্গে রয়েছে আকর্ষক বেতনও। বিজ্ঞপ্তি অনুসারে, মোট শূন্যপদ রয়েছে ২৭৫টি। এর মধ্যে ২৫০টি আসনে ইঞ্জিনিয়র নিয়োগ হবে। থার্মাল পাওয়ার প্ল্যান্টে শিফট অপারেশনে ইলেকট্রিকেল/ মেকানিকেল/ ইলেকট্রনিক্স/ইনস্টুমেন্টেশন প্রভৃতি পদে এই নিয়োগ করা হবে। বাকি ২৫টি আসন রয়েছে অ্যাসিস্ট্যাস্ট কেমিস্ট পদের জন্য। ১৫ জুলাই থেকে আবেদন শুরু হয়েছে। চলবে 31 জুলাই পর্যন্ত। যোগ্য প্রার্থীরা গ্রেড ভিত্তিক বেতন পাবেন। সর্বোচ্চ বেতন ১ লক্ষ ৬০ হাজার টাকা।
আসন সংখ্যা :
- ইলেকট্রিকেল ইঞ্জিনিয়র নিয়োগ হবে 75টি আসনে
- মেকানিকেল ইঞ্জিনিয়র নিয়োগ হবে 115টি আসনে
- ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়র নিয়োগ হবে 30টি আসনে
- ইনস্টুমেন্টেশন ইঞ্জিনিয়র নিয়োগ হবে 30টি আসনে
- অ্যাসিস্ট্যাস্ট কেমিস্ট নিয়োগ হবে 25টি আসনে
শিক্ষাগত যোগ্যতা:
- ইঞ্জিনিয়র পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিকেল, মেকানিকেল, ইলেকট্রনিক্স কিংবা ইনস্টুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে 60 শতাংশ থাকতে হবে। তবে SC, ST বা PwBD প্রার্থীদের ক্ষেত্রে পাস মার্কস পেলেই আবেদন করা যাবে।
- অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে M.Sc-তে 60 শতাংশ পেতে হবে। তবে SC, ST বা PwBD প্রার্থীদের ক্ষেত্রে পাস মার্কস পেলেই আবেদন করা যাবে।
- এক্সিকিউটিভ বা সুপারভাইজারি ক্যাডার পদে আবেদনকারীদের ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বয়সের উর্ধ্বসীমা : আবেদনকারীদের বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর