পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

NTPC-তে 275টি পদে কর্মী নিয়োগ - job recruitment

মোট 275টি পদে কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা NTPC। যার সর্বোচ্চ বেতন ১ লক্ষ ৬০ হাজার টাকা।

চাকরির খবর
চাকরির খবর

By

Published : Jul 20, 2020, 7:00 AM IST

বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রাষ্ট্রায়ত্ত সংস্থা NTPC। সঙ্গে রয়েছে আকর্ষক বেতনও। বিজ্ঞপ্তি অনুসারে, মোট শূন্যপদ রয়েছে ২৭৫টি। এর মধ্যে ২৫০টি আসনে ইঞ্জিনিয়র নিয়োগ হবে। থার্মাল পাওয়ার প্ল্যান্টে শিফট অপারেশনে ইলেকট্রিকেল/ মেকানিকেল/ ইলেকট্রনিক্স/ইনস্টুমেন্টেশন প্রভৃতি পদে এই নিয়োগ করা হবে। বাকি ২৫টি আসন রয়েছে অ্যাসিস্ট্যাস্ট কেমিস্ট পদের জন্য। ১৫ জুলাই থেকে আবেদন শুরু হয়েছে। চলবে 31 জুলাই পর্যন্ত। যোগ্য প্রার্থীরা গ্রেড ভিত্তিক বেতন পাবেন। সর্বোচ্চ বেতন ১ লক্ষ ৬০ হাজার টাকা।

আসন সংখ্যা :

  • ইলেকট্রিকেল ইঞ্জিনিয়র নিয়োগ হবে 75টি আসনে
  • মেকানিকেল ইঞ্জিনিয়র নিয়োগ হবে 115টি আসনে
  • ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়র নিয়োগ হবে 30টি আসনে
  • ইনস্টুমেন্টেশন ইঞ্জিনিয়র নিয়োগ হবে 30টি আসনে
  • অ্যাসিস্ট্যাস্ট কেমিস্ট নিয়োগ হবে 25টি আসনে

শিক্ষাগত যোগ্যতা:

  • ইঞ্জিনিয়র পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিকেল, মেকানিকেল, ইলেকট্রনিক্স কিংবা ইনস্টুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে 60 শতাংশ থাকতে হবে। তবে SC, ST বা PwBD প্রার্থীদের ক্ষেত্রে পাস মার্কস পেলেই আবেদন করা যাবে।
  • অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে M.Sc-তে 60 শতাংশ পেতে হবে। তবে SC, ST বা PwBD প্রার্থীদের ক্ষেত্রে পাস মার্কস পেলেই আবেদন করা যাবে।
  • এক্সিকিউটিভ বা সুপারভাইজারি ক্যাডার পদে আবেদনকারীদের ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

বয়সের উর্ধ্বসীমা : আবেদনকারীদের বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর

আবেদনের প্রক্রিয়া: ১৫ জুলাই থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। শেষ তারিখ ৩১ জুলাই। আবেদনের ফি ৩০০ টাকা । নেট ব্যাংকিং, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড বা অফলাইন ফি জমা দেওয়া যাবে। SC, ST, PwBD এবং XSM-দের (প্রাক্তন সেনাকর্মী) ক্ষেত্রে কোনও আবেদন ফি জমা দিতে হবে না। আবেদন করতে হবে অনলাইনে। NTPC-র (www.ntpccareers.net) ওয়েবসাইটের মাধ্যমে। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন।

গুরুত্বপূর্ণ তারিখ:

অনলাইনে ১৫ জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই ২০২০।

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

ABOUT THE AUTHOR

...view details