পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিভিন্ন পদে কর্মী নিয়োগ করছে BECIL

বিভিন্ন পদে কর্মী নিয়োগ করছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়রিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেড (BECIL) ৷ নিয়োগ করা হবে ন্যাশনাল কনজ়িউমার ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেডের প্রধান কার্যালয় দিল্লির আঞ্চলিক অফিসগুলিতে ।

চাকরির খবর
চাকরি

By

Published : Sep 4, 2020, 7:01 AM IST

6টি ডিপার্টমেন্টে একাধিক পদে কর্মী নিয়োগ করছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়রিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেড (BECIL) ৷ নিয়োগ করা হবে ন্যাশনাল কনজ়িউমার ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেডের প্রধান কার্যালয় দিল্লির আঞ্চলিক অফিসগুলিতে । মোট 38টি পদে কর্মী নিয়োগ করা হবে । লেখা ও ইন্টারভিউ-এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে । অনলাইনে আবেদন করতে হবে ।

আসনসংখ্যা - মোট 6টি পদে 38 জনকে নিয়োগ করা হবে ।

  • ডেপুটি ম্যানেজার - 1
  • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (A/C) - 1
  • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার - 1
  • অ্যাকাউন্টেন্ট - 22
  • লোয়ার ডিভিশন ক্লার্ক - 10
  • অফিসার অ্যাটেন্ডেন্ট - 3

শিক্ষাগত যোগ্যতা -

  • ডেপুটি ম্যানেজার পদের জন্য আবেদনকারীর কমার্সের ডিগ্রি ও CA/ICWA থাকতে হবে ।
  • 7 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
  • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (A/C) পদের জন্য আবেদনকারীর B.Com ডিগ্রি থাকতে হবে এবং 7 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
  • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য আবেদনকারীকে গ্র্যাজুয়েট হতে হবে এবং 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
  • অ্যাকাউন্টেন্ট পদের জন্য আবেদনকারীর M.Com ডিগ্রি থাকতে হবে এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
  • লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য আবেদনকারীর গ্র্যাজুয়েশনে ডিপ্লোমা থাকতে হবে । কম্পিউটারের জ্ঞান থাকতে হবে ।
  • অফিসার অ্যাটেন্ডেন্ট পদের জন্য স্থানীয় ভাষা পড়তে ও লিখতে জানতে হবে । পাশাপাশি হিন্দি ও ইংরেজি ভাষা পড়তে ও লিখতে জানলে ভালো হবে ।

আবেদন করার প্রক্রিয়া - আগ্রহী প্রার্থীদের www.becil.com অথবা https://becilregistration.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে ৷ প্রার্থীদের নিজস্ব ইমেইল থাকতে হবে ৷ উপরের ওয়েবসাইটে কেরিয়ার সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে ৷ আরও তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন ।

অ্যাপ্লিকেশন ফি - জেনেরাল ও OBC প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফি লাগবে 750 টাকা ৷ SC/ST প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে 450 টাকা ৷ প্রাক্তন কর্মীদের জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে 750 টাকা ৷ মহিলা প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে 750 টাকা ৷ EWS প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে 450 টাকা ৷ অ্যাপ্লিকেশন ফি একবার দেওয়া হলে তা ফেরত দেওয়া হবে না ৷ শুধুমাত্র অনলাইনের পেমেন্টের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে ।

গুরুত্বপূর্ণ তারিখ -

আবেদন করার শেষ তারিখ 21 সেপ্টেম্বর, 2020 ৷

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ৷

ABOUT THE AUTHOR

...view details