পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ল্যাব মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করবে স্বাস্থ্য দপ্তর - dhgmc

চুক্তিভিক্তিক ল্যাব মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল হেল্থ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তার জন্য জারি হল বিজ্ঞপ্তি ৷ মোট 6 জন ল্যাব মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করা হবে ৷

চাকরির খবর
চাকরির খবর

By

Published : Jun 22, 2020, 2:31 AM IST

COVID-19 পরীক্ষার জন্য তিন মাসের চুক্তিভিক্তিক ল্যাব মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল হেল্থ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। আসন সংখ্যা 6টি। মহিলা-পুরুষ নির্বিশেষে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন । ডায়মন্ড হারবার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ল্যাব মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ করা হবে।

1. আসন সংখ্যা : এই পদে মোট 6 জনকে নেওয়া হবে।

2. শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীদের মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে।

আবেদরকারীদের যদি সরকারি কোনও চিকিৎসা কেন্দ্রে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তাঁদের আগে নিয়োগ করা হবে।

3. আবেদন করার প্রক্রিয়া : ওয়েস্ট বেঙ্গল হেল্থ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ওয়েবসাইটে (www.wbhealth.gov.in) এই পদের জন্য ফর্ম পাওয়া যাচ্ছে। সেই ফর্মটি প্রিন্ট আউট করে ফিলআপ করতে হবে। এরপর 29.06.2020-র বিকেল পাঁচটার মধ্যে ফর্ম এবং সমস্ত নথির ফোটো কপি ডায়মন্ড হারবার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপালকে পাঠাতে হবে। 20.06.2020 থেকে 29.06.2020-এর মধ্যে করা আবেদনগুলি গ্রহণ করা হবে ।

আরও তথ্য জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে চোখ রাখুন ।

4. প্রার্থী বাছাইয়ের পক্রিয়া : ফর্ম খতিয়ে দেখে কয়েকজন আবেদনকারীকে বাছাই করা হবে। বাছাই করা আবেদনকারীর তালিকা 30.06.2020 প্রকাশিত হবে www.wbhealth.gov.in ও www.dhgmc.edu.in সাইটে। এরপর ইন্টারভিউ-এর মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদনপত্র জমা দেওয়া শুরু হয়েছে - 20.06.2020

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ - 29.06.2020

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ইটিভি ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, আরও বিস্তারিত জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

ABOUT THE AUTHOR

...view details