পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্যে সুস্থতার হার 85 শতাংশের বেশি - রাজ্য়ে বাড়ছে সুস্থতার হার

গত 24 ঘণ্টায় কোরোনা থেকে সুস্থ হয়েছেন 3 হাজার 207 জন এবং আক্রান্তের সংখ্যা 3 হাজার 87 জন ৷

পশ্চিমবঙ্গে কোরোনা ভাইরাসের খবর
পশ্চিমবঙ্গে কোরোনা ভাইরাসের খবর

By

Published : Sep 6, 2020, 8:34 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর : রাজ্য়ে বাড়ছে সুস্থতার হার ৷ আক্রান্তের চেয়ে সুস্থের সংখ্যা আজও বেশি হল ৷ এই নিয়ে টানা 14 দিন ৷

গত 24 ঘণ্টায় কোরোনা থেকে সুস্থ হয়েছেন 3 হাজার 207 জন এবং আক্রান্তের সংখ্যা 3 হাজার 87 জন ৷ এর মধ্যে শুধু কলকাতাতেই 541 জন কোরোনা আক্রান্ত ৷ রাজ্যে বিগত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 52 জনের ৷ এনিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1 লাখ 80 হাজার 788 । মোট মৃতের সংখ্যা 3 হাজার 562 । কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে আট জনের ৷

গতকাল পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল 1 লাখ 77 হাজার 701 । আর আজ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1 লাখ 80 হাজার 788 । আজ 3 হাজার 207 জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে । সব মিলিয়ে এ পর্যন্ত মোট 1,54,008 জন সুস্থ হয়ে উঠল । রাজ্যে আজ সুস্থতার হার 85.19 শতাংশ । রাজ্যে বাড়ছে সুস্থতার হার । রাজ্যে গতকাল পর্যন্ত 21 লাখ 12 হাজার 185 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছিল । আজ আরও 46 হাজার 505 টি নমুনা পরীক্ষা করা হয় । সব মিলিয়ে এপর্যন্ত মোট 21 লাখ 58 হাজার 690 টি নমুনা পরীক্ষা করা হয়েছে । প্রতি 10 লাখে 23 হাজার 985 জনের পরীক্ষা হয়েছে । নমুনা পরীক্ষার পর বর্তমানে কোরোনায় আক্রান্তের হার 8.37 শতাংশ ।

আরও পড়ুন : কোরোনার চিকিৎসায় বিল 6.17 লাখ, হাসপাতালের বিরুদ্ধে পদক্ষেপ কমিশনের

এই মুহূর্তে রাজ্যে নমুনা পরীক্ষার ল্যাবরেটরির সংখ্যা 71 । এই সপ্তাহে নতুন করে একটি ল্যাবরেটরি যুক্ত হয়েছে । একটি ল্য়াবরেটরি এখনও অনুমোদনের অপেক্ষায় । রাজ্যে সরকারি কোয়ারানটিন সেন্টারের সংখ্যা 582 । বর্তমানে সেখানে 2 হাজার 444 জন রয়েছে । এ পর্যন্ত সরকারি কোয়ারানটিন থেকে ছাড়া পেয়েছে 1 লাখ 7 হাজার 424 জন । বর্তমানে হোম কোয়ারানটিনে রয়েছে 62 হাজার 37 জন । ছাড়া পেয়েছে 4 লাখ 96 হাজার 284 জন ।

আরও পড়ুন : কোরোনা চিকিৎসায় 23 লাখের বিল ধরাল হায়দরাবাদের হাসপাতাল !

ABOUT THE AUTHOR

...view details