কলকাতা, 29 নভেম্বর : রাজ্যে ফের বাড়ল সুস্থ হওয়ার হার ৷ গতকাল ছিল 93.12 শতাংশ ৷ 24 ঘণ্টায় বেড়ে হল 93.18 শতাংশ ৷ রাজ্যে কমল কোরোনা আক্রান্তের সংখ্যাও ৷ 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 3,367 জন ৷ গতকাল যা ছিল 3,459 জন ৷
কমল দৈনিক আক্রান্তের সংখ্যা, বাড়ছে সুস্থতার হার - সুস্থ হওয়ার হার
গতকাল ছিল 93.12 শতাংশ ৷ 24 ঘণ্টায় বেড়ে হল 93.18 শতাংশ ৷
এই নিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 4,80,813 জন ৷ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 54 জনের ৷ সব মিলিয়ে কোরোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল 8,376 ৷ মোট সুস্থ হয়েছেন 4,48,032 ৷
কলকাতায় নতুন করে 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 826 জন ৷ মৃত্যু হয়েছে 13 জনের ৷ অন্যদিকে উত্তর 24 পরগনায় 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 814 জন ৷ মৃত্যু হয়েছে 13 জনের ৷ রাজ্যজুড়ে 24 ঘণ্টায় মোট 45,208 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 58,34,755 জনের ৷