কলকাতা, 16 সেপ্টেম্বর : তৃণমূল সাংসদ আর্পিতা ঘোষের পদত্যাগ কি শুধুই বাংলার হয়ে কাজ করার জন্য ? বুধবার যেভাবে হঠাৎ রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা বিশিষ্ট নাট্যকার অর্পিতা ঘোষের (Arpita Ghosh) সাংসদ পদে ইস্তফা দেওয়ার খবর প্রকাশ্যে এসেছিল, তাতে অনেকের মনেই প্রশ্ন উঠেছিল, হঠাৎ কেন এই পদত্যাগ ! যদিও রাতের দিকে তাঁর অবস্থান স্পষ্ট করতে তৃণমূল কংগ্রেসের (AITC) তরফ থেকে অর্পিতা ঘোষের লেখা একটি চিঠি প্রকাশ্যে নিয়ে আসা হয় ৷ চিঠিটি অর্পিতা নিজেই লিখছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ৷ তাতে অর্পিতা লিখেছেন, রাজ্যের সাংগঠনিক কাজের দিকে মনোনিবেশ করতেই তাঁর এই পদত্যাগ ৷
আরও পড়ুন :Arpita Ghosh : আচমকা রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা অর্পিতা ঘোষের
চিঠিতে তাঁকে সাংগঠনিক কাজ করতে দেওয়ার সুযোগ চেয়েছেন বালুরঘাটের প্রাক্তন সাংসদ ৷ তিনি লিখেছেন, ‘‘বিধানসভা নির্বাচনে বড় জয়ের পর থেকেই ভাবছিলাম, দলের কাজ কীভাবে করব ? আমাকে যদি বাংলায় দলের কাজ করার সুযোগ দেওয়া হয়, তাহলে সাংসদ (MP) পদে না থেকে সেই কাজ করতে আমি বেশি আগ্রহী ৷ আমার লক্ষ্য স্পষ্ট ৷ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে আমি বাংলার কাজ করতে চাই ৷’’ চিঠিতে অর্পিতা স্পষ্ট লিখেছেন, ‘‘আমার মনে হয় রাজ্যসভার সাংসদ (Rajya sabha MP) পদ থেকে ইস্তফা দিয়ে বাংলায় এসে কাজ করতে পারলেই নিজের লক্ষ্যে পৌঁছাতে পারব ৷’’
অর্পিতার বক্তব্য, রাজনৈতিক জীবনে তাঁর দল তাঁকে অনেক কিছু দিয়েছে ৷ তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘তৃণমূল কংগ্রেসের সদস্য হিসাবে অনেক কাজ করার সুযোগ পেয়েছি ৷ তা উপভোগও করেছি ৷ লোকসভার সাংসদ থেকে শুরু করে দলের জেলা সভাপতি, রাজ্যসভার সাংসদ পদ, দল আমাকে অনেক দায়িত্ব দিয়েছে ৷ সেজন্য দলের কাছে আমি কৃতজ্ঞ ৷’’