পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

তাপস পালকে অবহেলা করেছেন তৃণমূল নেত্রীই, বলছে বিরোধীরা - death of Tapas Pal

তাপস পালের মৃত্যুর জন্য আজ BJP নেতৃত্বাধীন কেন্দ্র ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-কে দায়ি করেছেন মুখ্যমন্ত্রী ৷ যা নিয়ে জোর চাপানউতোর শুরু হয়েছে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে ৷ বিরোধীরা পালটা অভিনেতার প্রয়াণের জন্য তৃণমূল কংগ্রেস ও তৃণমূল নেত্রীকেই দায়ি করেছেন ৷

BJP
বিরোধী শিবির

By

Published : Feb 19, 2020, 6:29 PM IST

Updated : Feb 19, 2020, 7:03 PM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি : তাপস পালের মৃত্যু নিয়ে শাসকদল এবং বিরোধী দলগুলির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ একদিকে তাঁর মৃত্যুর জন্য কেন্দ্রীয় সরকারকেই দুষছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ক্ষোভ উগরে দিয়েছেন BJP নেতৃত্বাধীন কেন্দ্র ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-এর বিরুদ্ধে ৷ অন্যদিকে তৃণমূল কংগ্রেস ও তৃণমূল নেত্রীকেই তাপস পালের মৃত্যুর জন্য সরাসরি দায়ি করছেন রাজ্য BJP-র সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ৷ তাপস পালের মৃত্যু নিয়ে শাসকদলকে পালটা নিশানা করেছে বাম ও কংগ্রেসও ৷

তাপস পালের মৃত্যুতে শোক প্রকাশ করে জয়প্রকাশবাবু বলেন, "তাপস পালের অকাল প্রয়াণ বাংলার শিল্প জগতের জন্য বিশাল ক্ষতি ৷ বাংলার মানুষ তাঁকে চিরকাল মনে রাখবে ৷ যতদিন তাঁর সিনেমা বেঁচে থাকবে ততদিন তাপস পাল আমাদের মধ্যে বেঁচে থাকবেন ৷ এবং তাঁর পরিবারকে সমবেদনা জানাই ৷ "

আরও পড়ুন : কেন্দ্রের প্রতিহিংসাপরায়ণ পরিকল্পনা থেকে কেউ রেহাই পাচ্ছে না : মমতা

এরপরই তৃণমূল নেত্রীকে আক্রমণ করেন তিনি ৷ বলেন, "তাপস পালের মরদেহর পাশে দাঁড়িয়েও রাজনীতি করা ভুললেন না মাননীয়া ৷ এটা কি বাংলার মানুষ ভালোভাবে নেবে ? তাঁর দলেরই সাংসদ ৷ কিন্তু গত আড়াই-তিন বছর তাঁকে কি মনে রেখেছিলেন মাননীয়া ? সুদীপ বন্দ্যোপাধ্যায় জেলে থাকাকালীন তাঁর সঙ্গে দেখা করতে গেছিলেন ৷ কিন্তু তাপস পালের সঙ্গে দেখা করতে যাননি ৷ তাঁকে অবহেলা করেছেন ৷ দলের কোনও নেতা- নেত্রী তাপস পালের ছায়া পর্যন্ত মাড়াতেন না ৷ কেন ? BJP-র নির্দেশে নাকি মাননীয়ার নির্দেশে ? এর উত্তর দিতে হবে মাননীয়াকে ৷ তাপস পালের আজকের এই অবস্থার জন্য যদি কেউ দায়ি থাকে তাহলে সেটা তৃণমূল কংগ্রেস এবং মাননীয়া ৷ "

তাঁর আরও সংযোজন, "BJP তাপস পালকে জেলে পাঠায়নি ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ডের তদন্ত করছিল ৷ তারা তাঁকে জেলে পাঠিয়েছে ৷ রাজ্যে চিটফান্ডকাণ্ডে তৃণমূল কংগ্রেস জড়িত ছিল ৷ আর সেই তৃণমূল কংগ্রেসের নেত্রী বলছেন এটা চক্রান্ত ৷ কার চক্রান্ত ? পরে জেল থেকে বেরিয়ে আসার পর সুদীপ বন্দ্যোপাধ্যায় চলে গেলেন আরও উপরে ৷ আর তাপস পালকে তারা আস্তাকুঁড়েতে ফেলে দিয়েছিল ৷ " এরপর তাপস পালের মৃত্যুর জন্য সরাসরি তৃণমূল কংগ্রেস ও তৃণমূল নেত্রীকেই দায়ি করলেন তিনি ৷ বললেন, "তাপস পালকে যেভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছিল, একঘরে করে দেওয়া হয়েছিল, আমরা মনে করি এরকম যেন আর কারও সঙ্গে না হয় ৷ তৃণমূলের এই নোংরা রাজনীতি বন্ধ হোক ৷ "

আরও পড়ুন : রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য তাপস পালের

প্রায় একই সুর শোনা গেল বাম ও কংগ্রেসের গলায় ৷ বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, "মৃত ব্যক্তিকে সামনে রেখে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী ৷ তাপস পালের সঙ্গে উপযুক্ত আচরণ করেনি রাজ্যের শাসকদল । একই অভিযোগে বন্দী ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় । সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শাসকদল যে ব্যবহার করেছে সেই ব্যবহার পাননি ব্রাত্য তাপস পাল । তাপস পালের জনপ্রিয়তাকে ব্যবহার করতে চেয়েছে শাসকদল ৷ জীবন দিয়ে তাপস পাল প্রমাণ করে দিলেন অসৎ সঙ্গে সর্বনাশ ।" পাশাপাশি রাজীব কুমারের প্রসঙ্গ টেনে সুজনবাবু বলেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ধরপাকড় শুরু করলে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন । এবং রাজীব কুমারদের শাস্তি মুকুব হয়ে যায় । অথচ তাপস পালরা প্রাণ দেন । স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই রাজীব কুমারকে আর গ্রেপ্তার করা হয়নি ৷

তৃণমূল কংগ্রেস ও তৃণমূল নেত্রীকেই তাপস পালের মৃত্যুর জন্য সরাসরি দায়ি করছেন রাজ্য BJP-র সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার

অন্যদিকে এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, শাসকদল তাপস পালের সঙ্গে সঠিক আচরণ করেনি ৷ তাঁকে প্রয়োজনের সময় কাজে লাগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস । প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পর তাঁর খোঁজখবর পর্যন্ত নেয়নি শাসকদল । তাঁর পাশে দাঁড়ায়নি দল ৷

আজ রবীন্দ্রসদনে তাপস পালকে শেষশ্রদ্ধা জানাতে যান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি বলেন, "এতদিন জেলের মধ্যে বন্দী করে রাখা হয়েছে ওকে (তাপস পালকে) । দিনের পর দিন লাঞ্চনা-গঞ্জনা সহ্য করতে হয়েছে ৷ এতেই মানুষটা শেষ হয়ে গেছে ।" তিনি আরও বলেন, "তাপস, সুলতান এদের অকাল মৃত্যু মেনে নেওয়া যায় না । অসময়ে শিল্পীদের চলে যাওয়া আমি মেনে নিতে পারছি না ৷ কেউ অন্যায় করলে তাঁকে জেলে রাখা উচিত ৷ কিন্তু চার্জশিট ছাড়াই দিনের পর দিন তাঁদের আটকে রাখা হয়েছে । তবে যথাযথ বিচার হলে ঠিক আছে । অনেককেই ওরা ধরেছে ৷ শ্রীকান্ত মোহতার অবস্থাও ভালো নয় ৷ কোন পর্যায়ে কেসগুলি আছে আমি জানি না ৷ তবে, এতদিন ধরে জেলে ভরে রাখাটা একটা কৌশল৷"

Last Updated : Feb 19, 2020, 7:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details